ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বড্ড দেরিতে ফর্মে ফিরল ঢাকা। টানা তিন হারে সেরার লড়াই থেকে প্রায় ছিটকে গিয়েছিল মুশফিকুর রহিমের দল। তবে এবার পথ খুঁজে পেয়েছে দলটি। রবিউল ইসলাম রবির অফ স্পিনেই হাসমিুখ ঢাকার ক্রিকেটারদের। বরিশালের একের পর এক ব্যাটসম্যানকে বোকা বানালেন। হ্যাটট্রিক হারের পর প্রথম জয়ের দেখা পেল ঢাকা।
বুধবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়ে হারাল বেক্সিমকো ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরিশাল ২০ ওভারে করে মাত্র ১০৮ রান।
অধিনায়ক তামিম ইকবাল ৩১ বলে করেন ৩১ রান। এক মাইলফলকও স্পর্শ করেন বরিশালের অধিনায়ক। স্বীকৃত টি-টুয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মালিক হলেন এই বাঁহাতি। রবি ৪ উইকেট নেন ২০ রানে।
জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বন্দরে নোঙর করে ঢাকা। অনেকটা অনায়াসেই দেখা পায় জয়ের।
যদিও মিরপুরের মন্থর উইকেটে এই রান তাড়ায় এক সময় লক্ষ্য কঠিন হয়ে ওঠে ঢাকার। এরপরই ইয়াসির আলির ৩০ বলে অপরাজিত ৪৪ রানে ঢাকা পেয়ে যায় মহা মূল্যবান জয়।
৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট টেবিলের তলানিতে আছে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১০৮/৮ (তামিম ৩১, সাইফ ৯, পারভেজ ০, আফিফ ০, হৃদয় ৩৩, ইরফান ২৩, মিরাজ ১২, তাসকিন ৬*, তানভির ২, কামরুল ১*; শফিকুল ৩-২-১০-২, রুবেল ৪-০-৩০-১, নাসুম ৪-০-২৪-০, নাঈম ৪-১-৮-১, রবি ৪-০-২০-৪, মুক্তার ১-০-৯-০)।
বেক্সিমকো ঢাকা: ১৮.৫ ওভারে ১০৯/৩ (নাঈম ১৩, রবি ২, মুশফিক ২৩*, তানজিদ ২২, ইয়াসির ৪৪*; তাসকিন ৩.৩-০-২৮-০, মিরাজ ৪-০-১৩-১, তানভির ৪-০-২৫-০, আবু জায়েদ ৩-০-১৯-০, আফিফ ১-০-৪-০, কামরুল ৩-০-২০-০)।
ফল: বেক্সিমকো ঢাকা ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রবিউল ইসলাম রবি
Discussion about this post