নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়টাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানোর পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জয় তুলে নিয়েছে তারা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স পর্বে যাচ্ছে বাংলাদেশ দল।
আইসিসি অনূর্ধ্ব-১৯ উইমেন’স বিশ্বকাপে গ্রুপ পর্বে বুধবার শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশের বোলাররা যুক্তরাষ্ট্র দলকে আটকে রাখে ১০৩ রানে। তারপর জবাবে ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশ দল হারায় ৫ উইকেট, যুক্তরাষ্ট্রের বোলাররা আগের দুই ম্যাচ মিলিয়ে নেয় ৪ উইকেট। এদিন যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে বাংলাদেশ হারায় ৫ উইকেট। একটু চাপে পড়লেও বাংলাদেশ পেলো ৫ উইকেটের জয়। তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকেই সুপার সিক্সে উঠল দিশা বিশ্বাসের দল।
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপ থেকে উঠে আসা দুই দল। সম্ভাব্য সেই দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। সন্দেহ নেই কঠিন লড়াই অপেক্ষা করছে টাইগ্রেসদের সামনে।
সংক্ষিপ্ত স্কোর-
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১০৩/৪ (লাসিয়া ৫, দিশা ২০, স্নিগ্ধা ২৬, ইসানি ১৭, গিতিকা ১৬; মারুফা ৪-০-১৭-১, দিশা ৪-১-১৩-২, দিপা ৪-০-২৭-০, রাবেয়া ৪-০-১৪-০, স্বর্ণা ১-০-৪-০ অর্থি ৩-০-১৭-০) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৭.৩ ওভারে ১০৪/৫ (প্রত্যাশা ৮, সুমাইয়া ১৭, দিলারা ১৭, স্বর্ণা ২২, রাবেয়া ১৮, দিশা ১০, মিষ্টি ১০*; স্নিগ্ধা ৩-০-২০-১, অদিতিবা ৪-১-১৫-২, ইসানি ১-০-১০-০, ভুমিকা ৩-০-২৩-১, সাই তন্ময়ি ৪-০-১৯-১, রিতু ১.৩-০-১০-০, গিতিকা ১-০-১০-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: দিশা বিশ্বাস
Discussion about this post