ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। স্পিন সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষের বদলে উল্টো বিপদে পড়ে টাইগাররা। যে কারণে চটেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
টেস্ট স্কোয়াডে একাধিক পেসার থাকা সত্ত্বেও দুই টেস্টে মাত্র দুজন পেসারকে খেলিয়েছে বাংলাদেশ। এ পরিকল্পনা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে বলে মনে করছেন নাজমুল, ‘আমার ভুল হলে আপত্তি নাই আমি ভুল বলতে পারি। একটা জিনিসি হঠাৎ করে দেখছি আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন উইকেট, স্পিন উইকেট, স্পিন উইকেট। আমাদের একটা সময় ছিল স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম কারণ আমাদের পেস ভালো ছিল না। আমাদের পেস বোলার ছিল না এবং গত তিনটা বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভাবছি কিভাবে পেস বান্ধব উইকেট বানানো যায়। খুব বেশি উন্নতি করেছি তা না তবে আমরা অনেক উন্নতি করেছি ঘরোয়া ক্রিকেটে।’
পাপন আরও বলেন, ‘আমাদের সেটার ফলশ্রুতিতে আপনি যদি দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেটে বা যে টুর্নামেন্টগুলা করলাম আমাদের পেসাররা ভালো বল করেছে। আমাদের এখন অনেকগুলা পেসার রয়েছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না। ৫ জনকে নিয়ে এখানে অলরাউন্ডারের জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখানে একটা অলরাউন্ডার নেয়ার জায়গা বন্ধ করে দিয়ে ৫ জন পেসার নিলাম কিন্তু খেলাচ্ছি না। তাহলে নেই কেন আমরা। তাই আপনি যদি দল নির্বাচন বলেন আমার এটা বলার কিছু নাই।’
ঘরের মাঠে গত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের পর চুপ করে ছিলেন নাজমুল হাসান। কিন্তু এবার আর পারলেন না। মুখ খুললেন। দ্রুতই দলের ভালোর জন্য সুষ্ঠ সমাধান চান তিনি,‘এমন হার থেকে বের হওয়ার সমাধান খুবই সহজ, সমাধান হবে। এইভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তানের পরে বেশি কিছু বলতে চাই নাই কিন্তু আজকে আপনাদেরকে আমি বললাম হয় এটা পরিবর্তন করতে হবে অবশ্যই পরিবর্তন করতে হবে। যেভাবেই হোক।’
Discussion about this post