ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের চারবার করে করোনা টেস্টের উদ্যেগ নিয়েছিল। এরইমধ্যে সংস্থাটি তৃতীয় বারের মতো সেটা সম্পন্ন করেছে। শেষ ধাপের করোনা টেস্ট করার কথা ছিল শুক্রবার। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে টাইগারদের লঙ্কা সফর অনিশ্চিত হয়ে পড়ায় আপাতত করোনা টেস্ট স্থগিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
খোদ বিসিবির অভ্যন্তরেই চাওর হয়ে গেয়ে ২৭ সেপ্টেম্বর আর কিছুতেই কলম্বো যাওয়া হচ্ছে না টাইগারদের। সে কারণেই আপাততঃ স্থগিত রাখা হয়েছে কলম্বোগামী ক্রিকেটারদের করোনা টেস্ট।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে যে সব পরিকল্পনা করা হয়েছে, তাতে পরিষ্কার বলা ছিল শ্রীলঙ্কা যাত্রার ঠিক এক সপ্তাহ আগে অন্তত দুবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে ক্রিকেটারদের। সে কারণেই যে ২৭ জনের ‘জিও’ (গভর্নমেন্ট অর্ডার ) হয়েছে, ২২ সেপ্টেম্বর সেসব ক্রিকেটারের করোনা টেস্ট করা হয়েছে। যাতে শুধুমাত্র আবু জায়েদ রাহীই পজিটিভ। বাকি ২৬ জনই নেগেটিভ।
টাইগারদের শেষ করোনা টেস্ট হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর শুক্রবার; কিন্তু একদম দায়িত্বশীল সূত্রের নিশ্চিত খবর, সেটা আর হচ্ছে না। তা আপততঃ স্থগিত রাখা হয়েছে। এদিকে বৃহস্পতিবার এ ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমাদের পুরনো গাইডলাইনে ছিল, শ্রীলঙ্কা যাওয়ার এক সপ্তাহের মধ্যে দুটো টেস্ট করতে হবে। দুই টেস্টের মধ্যে গ্যাপ থাকতে হবে অন্তত ২৪ ঘণ্টা। সে কারণেই ২২ ও ২৫ তারিখ আমরা টেস্ট করানোর দিনক্ষণ বেঁধে রেখেছিলাম। ২২ সেপ্টেম্বরের টেস্ট হয়েও গেছে; কিন্তু যেহেতু এখন আর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাত্রা হচ্ছে না। তাই আমরা ২৫ সেপ্টেম্বরের করোনা টেস্ট স্থগিত রেখেছি। সেটা যখন সফর চূড়ান্ত হবে, তার আগে দিয়ে আবার করানো হবে।
তখনও কি আবার এক সপ্তাহের মধ্যে দু’বার করোনা টেস্ট হবে? এ ব্যাপারে বিসিবি চিকিৎসক বলেন, ‘সেটা এখনই বা এ মুহূর্তে বলা যাচ্ছে না। সবার আগে সফর বা সিরিজ নিশ্চিত হোক। তারপর দেখতে হবে আমাদের গাউডলাইনে কি আসে। আগেই বলেছি আমাদের পুরনো গাইডলাইনে বলা ছিল, এক দিন বিরতি দিয়ে হলেও শ্রীলঙ্কা যাওয়ার ঠিক ৭ দিন আগে অন্তত দু’বার করোনা টেস্ট করাতে হবে সবার। এখন যেহেতু ২৭ সেপ্টেম্বর দল যাচ্ছে না, তাই আমরা ২৫ তারিখের টেস্ট স্থগিত রেথেছি। এখন অপেক্ষা সফরের দিনক্ষণ আগে চূড়ান্ত হোক। সাথে নতুন গাইডলাইন কি দাঁড়ায়? সেখানে যেভাবে বলা থাকবে আমরা সেভাবে টেস্ট করিয়ে নেব।’
তিনি আরও বলেন, ‘এখন যেহেতু আমরা জানি না, দল কবে যাবে? তাই আপাততঃ আর টেস্ট হবে না। সফর নিশ্চিত এবং যাত্রার দিনক্ষণ চূড়ান্ত হলে নতুন গাইডলাইন মেনে আবার কোভিড-১৯ টেস্ট করা হবে।’
Discussion about this post