ক্রিকবিডি২৪কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে ধীরে ধীরে মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আপাতত সবাই ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন অনুশীলনে। এরপরই মূল লড়াইয়ে ঝাপিয়ে পড়বেন মুমিনুল হকরা। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শুরু করবে টিম টাইগার্স। তার আগেই অবশ্য লাল-সবুজ প্রতিনিধিদের নাকি দুঃসংবাদ দিয়েছেন ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি। ব্যাটিং কোচের পদ থেকে নিজের নামকে সরিয়ে তিনি। দেশের জনপ্রিয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনই এক সংবাদ।
ঐ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ম্যাকেঞ্জি। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে সমকাল। পরবর্তী লঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দলের ব্যাটসম্যানদের কোচ হিসেবে দায়িত্ব নেবার কথা ছিল ম্যাকেঞ্জির। সেই মোতাবেক পরিকল্পনাও করে ফেলেছিল বিসিবি। শ্রীলঙ্কা সফরের ক্যাম্পে এই দক্ষিণ আফ্রিকান কোচকে চেয়েছিল বিসিবি। কিন্তু করোনার প্রভাবে পরিবার ছেড়ে আসা সম্ভব হচ্ছে না এই ব্যাটিং কোচের। প্রতিবেদনে লেখা হয়েছে, পরিবারকে সময় দিতে বিসিবির চাকরিটিই ছেড়ে দিলেন তিনি।’
এর আগে বিসিবির পরিচালক আকরাম খান ম্যাকেঞ্জির শ্রীলঙ্কা সফরে যাওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘ম্যাকেঞ্জির এই সিরিজে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে আমাদের কথা বলতে হবে। দুই তিন দিনের ভেতরই বলতে হবে। সে যদি এই সফরে না যায় তাহলে এক রকম, আর বাংলাদেশের সঙ্গে না থাকলে সেটা অন্য রকম। এক্ষেত্রে আমরা বিকল্প ব্যাটিং কোচ নিয়োগ দেব। আমরা জানি ক্রেইগ ম্যাকমিলান এই মুহূর্তে কিছু করছেন না। সবকিছু পরিষ্কার হলে তার সঙ্গে আলোচনা হবে।’
এদিকে ম্যাকেঞ্জির ব্যাটিং কোচের পদ ছাড়ার গুঞ্জনে বিসিবি নাকি ক্রেইগ ম্যাকমিলানের সঙ্গে যোগাযোগ করছিলো। এমন খবরই বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে কয়েকদিন আগে।
Discussion about this post