ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ কিছুদিন ধরেই ছিল গুঞ্জন। অবশেষে সেটাই সত্যি হল মঙ্গলবার। বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক হয়েছেন ক্রেগ ম্যাকমিলান। ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। যে কারণে ম্যাকমিলানকে শুধুমাত্র লাল বলেই কাজ করতে হবে। শ্রীলঙ্কা সিরিজের পর কী হবে, সেটি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম জানিয়েছেন, ‘শ্রীলঙ্কা সফরে আমরা ম্যাকমিলানকে দেখব। এরপর আমরা এ ব্যাপারে ভাবব। হাতে অনেক সময় আছে। তবে এই মুহূর্তে শুধু এক সফরের জন্যই তাঁকে নেওয়া হয়েছে।’
নিউজিল্যান্ডের জার্সিতে ১০ বছর খেলেছিলেন ম্যাকমিলান। রান করেছিলেন ৮০০০। এরপরই এ তারকা ব্যাটসম্যান পেশা হিসেবে বেছে নিয়েছেন কোচিং। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কাজ করেছেন নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে। এ ছাড়া ক্যান্টারবেরি, মিলডসেক্স ও আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবেও কাজ করেছেন ম্যাকমিলান। এবার তিনি বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হলেন।
Discussion about this post