মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিদহাস ট্রফি। এই টুর্নামেন্টে প্রথম দিনই ভারতের সঙ্গে লড়বে শ্রীলঙ্কা। তার আগে স্বাগতিকদের কোচ কোচ চন্ডিকা হাথুরুসিংহের শুভকামনা পেল বাংলাদেশ। টাইগারদের সাবেক কোচ বললেন, বাংলাদেশ থেকে পাওয়া সাম্প্রতিক সাফল্য তার বর্তমান দলকে নতুন এই টি-টুয়েন্টি সিরিজে সাহায্য করবে। হাথুরু বলছিলেন, ‘বাংলাদেশ নিদহাস ট্রফিতে ভালো করুক, সেটা আমি চাই। এই সিরিজটাকে আলাদা গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করছি না আমরা। অন্য সিরিজগুলো যেভাবে খেলি সেভাবেই মাঠের লড়াইয়ে নামবো।’ ৮ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে প্রতিপক্ষ ভারত। রাউন্ড রবিন পদ্ধতিতে সিরিজের তিন দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে।
যদিও প্রতিপক্ষের মাঠে আন্ডার ডগ হয়েই মাঠে নামবে বাংলাদেশ। এ পর্যন্ত স্বাগতিক শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে। জিতেছে ৭টিতে, হার ২টি ম্যাচে। আবার ভারতের সঙ্গে ৫টি ২০ ওভারের ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দল। এবার অবশ্য কিছুই হারানোর নেই টাইগারদের। অনেকটা নির্ভার হয়ে খেলার সুফল মিলে গেলেই হয়। মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য দেশ ছাড়ার আগে ভাল ক্রিকেটের প্রতিশ্রুতি দিয়েছেন।
অবশ্য টাইগারদের কোচ কোর্টনি ওয়ালশ নিজেদের আন্ডার ডগ হিসেবে ভাবতে রাজী। তাতে খেলার বাড়তি সুবিধা পাওয়া যাবে বলেই তার বিশ্বাস।
Discussion about this post