বৃহস্পতিবার এশিয়া কাপ ক্রিকেটে অভিষেক হল আফগানিস্তানের। কিন্তু সেটাকে স্মরনীয় করে রাখা হল না। তাদের ৭২ রানে হারিয়ে জয়ে ফিরল পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ১২ রানে হেরে গিয়েছিল তারা।
এশিয়ার শ্রেষ্টত্বের লড়াইয়ের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে টস ভাগ্য থাকল আফগানিস্তানে পক্ষে দিকে। ফতুল্লায় টস জিতে প্রথমেই পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আফগানরা। রাতের বেলায় শিশির জমা মাঠে বল করাটা কঠিন বলেই এই সিদান্ত নেনে দলের অধিনায়ক মোহাম্মদ নবী।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২৪৮ রান। উমর আকমল তুলে নিয়েছেন লড়াকু সেঞ্চুরি (১০২)। ৮৯ বল খেলে এই রান করেন তিনি। পাঁচ বছর পর ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করলেন আকমল। অাহমেদ শেহজাদ করেন ৫০।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৭.২ ওভারে অলআউট হয়ে করে ১৭৬ রান। ৪৪ রান করেন নুর আলী জাদরান। মোহাম্মদ হাফিজ ২৯ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট উমর গুল এবং সাইদ আজমলের।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ২৪৮/৯ (শারজিল ২৫, শেহজাদ ৫০, হাফিজ ১০, মাকসুদ ১৩, মিসবাহ ০, আকমল ১০২*; আশরাফ ২/২৯, সলিমুল্লাহ ২/৩৪)
আফগানিস্তান: ৪৭.২ ওভারে ১৭৬/১০ (নুর আলী ৪৪, আসগর ৪০, মঙ্গল ৩৫; হাফিজ ৩/২৯, আজমল ২/২৫, গুল ২/৪৪)
ফল: পাকিস্তান ৭২ রানে জয়ী
ম্যাচসেরা: উমর আকমল
Discussion about this post