অপেক্ষা করেছিলেন আম্পায়ার আর ম্যাচ রেফারী। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি থেমেও গিয়েছিল। কিন্তু ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডের আউটফিল্ড একেবারেই খেলার অনুপযুক্ত। এরইমধ্যে নির্ধারিত সময়ও যখন শেষ তখন মাঠে নামলেন ম্যাচরেফারী ভেঙ্কটাপতি রাজু। দুই দলের অধিনায়ককে ডাকলেন। নিয়ম অনুযায়ী ঠিক হয়-কয়েন টসে যারা জিতবে তারাই উঠে যাবে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে।
সকালে প্রথমে কল করেছিলেন মাশরাফি। তাইতো পরের বার কল লাহিরু থিমিমানের। আর সেখানে ভাগ্য প্রতারনা করল মাশরাফি বিন মর্তুজার সঙ্গে। টসে জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক। তাতেই তার দল উঠে গেল ফাইনালে। স্বর্নপদকের জন্য এখন লঙ্কান পুরুষ দল লড়বে আফগানিস্তানের। দুর্ভাগ্য বাংলাদেশের। এখন ব্রোঞ্জের জন্য হংকংয়ের সঙ্গে খেলতে হবে মাশরাফিদের। অথচ গত এশিয়ান গেমসে স্বর্নপদক জিতে দেশে ফিরেছিল বাংলাদেশ।
এর আগে সকালে নির্বিঘ্নেই শুরু হয় খেলা। টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। তামিম ইকবাল করেন ২৪, সাব্বির রহমানের ব্যাটে ২৭ রান। এরপর আর খেলা শুরু হয়নি।
এভাবে স্বপ্ন ধরে রাখার মিশন শেষ হওয়ায় হতাশ মাশরাফি। বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘আসলে ভাগ্য সঙ্গে ছিল না আমাদের। টস হলে কারও কিছু করার নেই। আশা করেছিলাম ফাইনাল খেলব। কিন্তু হল না। আমরা সবাই হতাশ।’ মাশরাফি মনে করেন রিজার্ভ ডে থাকা উচিত ছিল।
এর আগে মধ্যপ্রাচ্যর দেশ কুয়েতকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ উঠে যায় এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে। মাশরাফি বিন মর্তুজার দল জিতে ২০৩ রানের বিশাল ব্যবধানে।
Discussion about this post