এবার লড়াইয়ের আগেই হার মানল বাংলাদেশ। সমস্যাটা আসলে থেকেই যাচ্ছে। প্রথমে ক্যাচ মিসের মহড়া তারপর বাজে ব্যাটিং। বৃহস্পতিবারও এমন বাজে ক্রিকেট খেলল বাংলাদেশ। আর তাতেই শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিল ৬১ রানের সহজ জয়। এক ম্যাচ আগে ওয়ানডে সিরিজ জিতে সফরকারীরা।
এ ম্যাচেও দুর্দান্ত ব্যাটিংয়ের ধারাবাহিকতাটা ধরে রাখলেন কুমার সাঙ্গাকারা। দল যখন বিযর্পয়ে তখন আরো একবার মেলে ধরলেন নিজেকে। এবার ওয়ানডেতেও সেঞ্চুরি তুললেন কুমার সাঙ্গাকারা। তাতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ২৮৯ রান। জবাবে ব্যাট করতে নেমে যা একটু লড়লেন মুশফিকুর রহীম। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে এলো ৭৯। আর দল ৪৩ ওভারে অলআউট ২২৮ রানে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। অবশ্য শুরুতেই ওপেনার কুশল পেরেরাকে সাজঘরের পথ দেখিয়ে দেন পেসার রুবেল হোসেন। এরপর তিনি তুলে নেন তিলকারত্মে দিলশানের (৮) উইকেটও তুলে নেন তিনি। এরপর দিনেশ চান্দিমাল ৯ রান করে আউট হলে চাপে পড়ে শ্রীলঙ্কা। কিন্তু কুমার সাঙ্গাকারা (১২৮) এবং আশান প্রিয়াঞ্জন (৬০) দলকে নিয়ে যান নিরাপদে। ১১৪ রানের জুটি গড়েন দুজন।
জবাব দিতে নেমে এলোমেলো ক্রিকেট খেলে গেছে বাংলাদেশ।
এই ম্যাচের বাংলাদেশ দলের একাদশে খেলেন মাশরাফি বিন মর্তুজা। আগের ম্যাচে খেলা পেসার আল আমিন বাদ পড়েন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৯/৬ (সাঙ্গাকারা ১২৮, প্রিয়াঞ্জন ৬০, ম্যাথিউস ৫৬*; রুবেল ৩/৭৬, সানি ১/৪৪, সাকিব ১/৪৬)
বাংলাদেশ: ৪৩ ওভারে ২২৮/১০ (এনামুল ৪২, মুমিনুল ১৫, মুশফিক ৭৯, সাকিব ২৪, নাসির ২২, সোহাগ ৭, মাশরাফি ১৭; সেনানায়েকে ২/৩৩, থিসারা ২/৪০, মেন্ডিস ২/৪৩)
ফল: শ্রীলঙ্কা ৬১ রানে জয়ী
ম্যাচসেরা: কুমার সাঙ্গাকারা
সিরিজ: শ্রীলঙ্কা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে
Discussion about this post