সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে সকাল ১০টাতেই মাঠে নামার কথা ছিল তাদের। যেখানে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। কিন্তু শনিবার আষাঢ়ের বেরসিক বৃষ্টি এলেমেলো করে দিয়েছে! অবিরাম বৃষ্টিতে টসের পর আর খেলা শুরু করা যায়নি।
বৃষ্টির বাধায় রেলিগেশন লিগের ম্যাচটিতে টস হলেও এক বলও গড়ায়নি। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রূপগঞ্জ। এরপর অপেক্ষায় ছিলেন কখন বৃষ্টি থামবে। ম্যাচ রেফারি শওকতউজ্জামান চিনু ১২টা ৪৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন। এরপরই ম্যাচের ইতি টানেন তিনি। টসের পর মাঠে নামতে পারেন নি সাব্বির রহমান ও সোহাগ গাজীরা।
তবে ম্যাচটি পরিত্যক্ত হচ্ছে না। রূপগঞ্জ-পারটেক্স ম্যাচটিতে এক বলও খেলা না হওয়ায়, এটি সরাসরি পরিত্যক্ত হয়ে যাবে না।ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজক সিসিডিএম যেকোনো সময় ম্যাচটি আয়োজন করতে পারবে। আবার মাঠে গড়াবে সুবিধাজনক সময়ে।
মিরপুরে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে মিরপুরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স মাঠে নামে সকালে। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। দুপুর ১২টা ১৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। পয়েন্ট ভাগাভাগি করল গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরকে।
এর আগে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে প্রাইম দোলেশ্বরের দুই ওপেনার ইমরানুজ্জামান ৪ বলে ৭ ও সাইফ হাসান ৫ বলে ১ রান করে ছিলেন অপরাজিত।
Discussion about this post