অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন তাসকিন আহমেদ। স্পিন উইকেটে রিভার্স সুইংয়ে অতিথিদের চমকে দিতে চান তিনি। মিরপুরের শেরেবাংলায় প্রস্তুতি পর্বে তেমন প্রত্যয় ঝরে পড়ল এই পেসারের কন্ঠে। সোমবার জাতীয় দলের এই তারকা
অস্ট্রেলিয়া দলকে রীতিমতো চ্যালেঞ্জটা জানালেন। বললেন, ‘তাদের পেসাররা অবশ্যই ভালো। তবে আমরাও ফেলে দেয়ার মতো না। আমাদের পেসাররা অনেক বড় ম্যাচ জিতিয়েছে। আমরা এই সিরিজেও ভালো কিছু করতে পারি। সে রকম বিশ্বাস আমাদের আছে।’
তিনিসহ দলের অন্য পেসাররা ঢাকা আর চট্টগ্রামের উইকেটে ঝড় তুলতে তৈরি বলে জানালেন। যদিও নিজেদের সীমাবদ্ধতার কথা তিনি ভাল করেই জানেন, ‘ওদের তুলনায় আমরা পিছিয়ে। তবে আমরা আগের চেয়ে ভালো। অনুশীলন করতে করতে আমরা ভালো হয়েছি। রিভার্স সুইং বলেন বা সুইং, সব কিছু নিয়ে আমরা কাজ করছি। আশা করছি আগে যা করতে পারিনি এখন আমরা তা পারবো।’
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সেই আগের ফর্মে নেই। তারপরও তার কাছে প্রত্যাশা আছে তাসকিনের। জানালেন, ‘মুস্তাফিজের কাছে সব সময় আমাদের আশা বেশি থাকে। হয়তো শেষ কয়েকটা ম্যাচ ভালো হয়নি। বিশ্বের সেরা বোলারদেরও দুই একটা ম্যাচ খারাপ হয়। এটা নিয়ে আমাদের চিন্তা নেই, তিনি দৃঢ়ভাবে ফিরবেন।’
অনেক নাটকের পর মুমিনুল হক ফেরায় খুশি তাসকিন। বললেন ‘মুমিনুল ভাইয়ের ফিরে আসাটা আনন্দের ব্যাপার। তাকে দেখে ভালোই লেগেছে। তিনি তো পরিবারেরই অংশ। তবে মোসাদ্দেকের না থাকাটা দুঃখজনক। চোখের অসুস্থতার কারণে খেলতে পারছে না তিনি।’
২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
Discussion about this post