স্বপ্নের মতো এক দিন, ঠিক তাই! নিউজিল্যান্ড সফরে নতুন বছরের দ্বিতীয় দিনটাও মনে রাখার মতো কাটল বাংলাদেশের। দিন শেষে বাংলাদেশের ১ম ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ১৭৫। এর আগে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। তাদের ৩২৮ রানে অলআউট করে সফরকারীরা। এখনো প্রতিপক্ষের চেয়ে ১ম ইনিংসে ১৫৩ রান পিছিয়ে টাইগাররা। তবে ম্যাচের যে দৃশ্যপট, দাপট বাংলাদেশেরই।
রোববার দ্বিতীয় দিনের শুরুতেই ৭০ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৬৪ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তবে লড়ছেন মাহমুদুল হাসান জয়। ৭০ রানে ব্যাটিংয়ে তিনি। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিকে শতরান করার পথে এই তরুণ।
জয়ের সঙ্গে ৮ রান নিয়ে উইকেটে মুমিনুল হক। সাদমান আউট হন ২২ রানে। সব মিলিয়ে সোমবার ম্যাচের তৃতীয় দিন ভাল অবস্থানে থেকেই মাঠে নামবে বাংলাদেশ দল।
রোববার সকালে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কিন্তু বাংলাদেশের বোলিং তোপে সর্বনাশ কিউইদের। দাপুটে ছিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। এদিন তিনি তিনটি, শরিফুল ইসলাম একটি ও মুমিনুল হক নেন একটি উইকেট। সব মিলিয়ে এরপর ৭০ রান যোগ করতেই অল-আউট কিউইরা।
প্রথম ইনিংসে শরিফুল ও মিরাজ শিকার করেছেন তিনটি করে উইকেট। মুমিনুল দুটি ও একটি উইকেট তুলেন এবাদত হোসেন।
এরপর জবাব দিতে নেমে স্বপ্নের ক্রিকেকট বাংলাদেশ। দলীয় ৪৩ রানে সাদমান ইসলাম ধরেন সাজঘরের পথ। এরপর মাহমুদুল হাসান জয় ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত দেখান পথ। ৯০ বল খেলে অর্ধশতক হাফসেঞ্চুরি করেন শান্ত। তার পথ ধরে অর্ধশতক পেয়ে যান জয়ও। ১৬৫ বল খেলে অর্ধশতক করেন। তারপর শান্তর সঙ্গে গড়েন শতরানের জুটি।
শতকের পথেই ছিলেন শান্ত। কিন্তু ৬৪ রান করতেই তাকে ফেরান উইল ইয়ং। ভাঙে শান্ত-জয়ের ১০৪ রানের জুটি। এরপর জয় ও মুমিনুল শেষ করেন দিন। এই জুটি তুলেছে ২৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১০৮.১ ওভারে ৩২৮/১০ (নিকোলস ৭৫, রবীন্দ্র ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়্যাগনার ০, বোল্ট ৯*; তাসকিন ২৬-৭-৭৭-০, শরিফুল ২৬-৭-৬৯-৩, ইবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৪.১-০-৬-২)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৭৫/২ (সাদমান ২২, মাহমুদুল ৭০*, শান্ত ৬৪, মুমিনুল ৮*; সাউদি ১৫-২-৪১-০, বোল্ট ১৪-৫-৩৭-০, জেমিসন ১৩-৪-৩৫-০, ওয়্যাগনার ১৬-৫-২৭-২, রবীন্দ্র ৯-১-২৬-০)।
Discussion about this post