অবশেষে নির্বাসন শেষে পাকিস্তানে খেললেন আন্তর্জাতিক অঙ্গনের নামী ক্রিকেটাররা। সন্ত্রাস আক্রান্ত দেশটির আন্তজাতিক ক্রিকেটে ফেরার জন্য আয়োজিত টি-টুয়েন্টি সিরিজ ‘ইন্ডিপেন্ডেন্স কাপ’এর প্রথম ম্যাচটি সফলভাবেই শেষ হয়েছে। যেখানে মঙ্গলবার রাতে বিশ্ব একাদশকে পাকিস্তান ২০ রানে হারিয়েছে। এগিয়ে গেছে তিন ম্যাচ সিরিজে। বুধবারই ফের দ্বিতীয় ম্যাচে লড়বে দল দুটো। সিরিজে টিকে থাকতে জয় চাই তামিমদের।
লাহোরে এই লড়াইয়ে ২০ ওভারে পাকিস্তান করে ১৯৭ রান। জবাব দিতে নেমে বিশ্ব একাদশ করে ১৭৭ রান। ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তামিম ইকবাল। তিনি করেন ১৮ বলে ১৮ রান।
ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বিশ্ব একাদশ। দ্বিতীয় উইকেটে বাবর আজম ও আহমেদ শেহজাদ গড়েন ১২২ রানের জুটি। ৩৪ বলে ৩৯ রান করেন শেহজাদ। বাবর ১০ চার ও ২ ছক্কায় বাবর করেন ৫২ বলে ৮৬ রান। ম্যাচ জেতানো ইনিংস তারই। শোয়েব মালিকের ২০ বলে ৩৮ আর ইমাদ ওয়াসিমের ৪ বলে ১৫ রান করলে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।
বিশ্ব একাদশের থিসারা পেরেরা ২ উইকেট নেন।
জবাব দিতে শুরুতেই নামেন তামিম ইকবাল ও হাশিম আমলা। বেশ লড়ছিলেন দু’জন। কিন্তু দুজনকেই একই ওভারে ফেরান রুম্মান রাইস। ১৭ বলে ২৬ রান করেন আমলা। অধিনায়ক দু প্লেসিস ১৮ বলে ২৯ রান করে ফিরেন। ড্যারেন স্যামির ১৬ বলে ২৯ রান করলেও লাভ হয়নি!
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৯৭/৫(ফখর ৮, শেহজাদ ৩৯, বাবর ৮৬, মালিক ৩৮, সরফরাজ ৪, ইমাদ ১৫*, আশরাফ ০*; মর্কেল ১/৩২, থিসারা ২/৫১, কাটিং ১/৩৮, তাহির ১/৩৪, এলিয়ট ০/১৭, স্যামি ০/২৪)।
বিশ্ব একাদশ: ১৭৭/৭ (তামিম ১৮, আমলা ২৬, পেইন ২৫, দু প্লেসি ২৯, মিলার ৯, এলিয়ট ১৪, থিসারা ১৭, স্যামি ২৯*, কাটিং ০*; ইমাদ ০/২২, সোহেল ২/২৮, হাসান ০/৪৪, রাইস ২/৩৭, আশরাফ ০/৭, শাদাব ২/৩৩)।
ফল: পাকিস্তান ২০ রানে জয়ী
ম্যাচসেরা: বাবর আজম
Discussion about this post