গোটা সফরটাই দুঃস্বপ্নের মতো কেটেছে। টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি কো্ন ফরম্যাটেই জয় নেই। নিশ্চিত বাংলাদেশ এই সফরটা ভুলে যেতে চাইবে। এমন ব্যর্থতায় পূর্ণ সফরে রোববার শেষ ম্যাচে জয় চাইছে বাংলাদেশ। একটা জয় কিছুটা হলেও স্বস্তির পরশ বুলিয়ে দেবে।তাছাড়া হোয়াইট ওয়াশের যন্ত্রনা থেকেও বাঁচবে দল। টেস্ট-ওয়ানডে দুটোতেই ধবল ধোলাই হয়েছিল টাইগাররা। এ অবস্থায় রোববার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ।
পুরো সিরিজ-জুড়েই আধিপত্য দেখিয়ে চলেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবং বোলাররা। বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ শুরুর ইঙ্গিত দিলেও প্রতিবারই শেষদিকে তালগোল পাকিয়ে ফেলেন। অন্যদিকে বাংলাদেশের বোলিং আক্রমণ তো বিদেশের মাটিতে পরিণত হয়েছে ‘নখদন্তহীন’ বাঘে। দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচে তাই টাইগার বোলার এবং ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার করা ১৯৫ রানের পাহাড়ের নিচে চাপা পড়েনি বাংলাদেশ। একটা সময় জয়ের স্বপ্নই জাগিয়ে তুলেছিল টাইগাররা। ২ উইকেটে ৯২ রান থেকে হঠাৎ করেই সফরকারীদের ইনিংস পরিণত হয় ৫ উইকেটে ১০১ রানের বধ্যভূমিতে। মধ্য-ইনিংসের ধস আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ফলাফল; ২০ রানের হার। জিততে হলে আর ব্যাটসম্যানদের দায়িত্ববান হওয়ার পাশাপাশি বোলার এবং ফিল্ডারদেরও শতভাগ নিংড়ে দিতে হবে।
প্রোটিয়াদের ব্যাটিং লাইন শক্তিশালী ও বিশ্বমানের হওয়ায় জিততে হলে ব্যাটসম্যানদের কাছ থেকে সেরাটাই পেতে হবে বাংলাদেশকে। বিশেষ করে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের আরো দায়িত্ববান হতে হবে। সিরিজের প্রথম টি-টুয়েন্টি মিডলঅর্ডারে ধস নামার কারণেই জয়ের সুযোগ হাতছাড়া হয় টাইগারদের।
কয়েক বছর ধরে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আসছে বাংলাদেশ। নিজেদের ডেরায় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছে টাইগাররা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের মতো দলকে ওয়ানডে সিরিজের পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে টাইগাররা। বিদেশের মাটিতেও দারুণ কিছু করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় গিয়ে মোটেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শেষটা জয় দিয়ে রাঙাতে পারলে কিছুটা হলেও মুখ রক্ষা হবে। সাকিব তাইতো জয় উপহার দিতে তৈরি!
Discussion about this post