ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতো সিরিজটা শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর মাঝে ছন্দপতন। সিরিজ জয়ের পর নিয়মরক্ষার শেষ ম্যাচে পারল না মাহমুদউল্লাহ রিয়াদের দল। ব্যাটিং ব্যর্থতায় ২৭ রানের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে টাইগাররা
অবশ্য ৫ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে জিতল বাংলাদেশ। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মিরপুরের উইকেট ছিল একটু অন্যরকম। মানে আগের চার ম্যাচের মতো মন্থর ছিল না। উইকেটে ছিল রান। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান। এরপর জবাবে বাংলাদেশ দল ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানে থামে।
সন্দেহ নেই, দারুণ খেলেছে নিউজিল্যান্ড। যে দলটাতে ছিল না বিশ্বকাপ স্কোয়াডের কেউ ছিলেন না। তারা এসে দুটি ম্যাচে ঠিকই জয় নিয়ে ফিরে যাচ্ছে। অবশ্য এই ম্যাচে বাংলাদেশও তাদের সেরা একাদশ খেলায় নি। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান যে বিশ্রাম থাকবেন সেটা আগেই নিশ্চিত ছিল।সঙ্গে সিরিজের শেষ ম্যাচের একাদশে ছিলেন না শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ক্রিকেটের পরিবর্তে সুযোগ পান সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
ঠিক এ অবস্থায় যখন বিশ্বকাপ শুরু হতে মাসখানেক বাকি তখন কীনানিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্দশা দেখা গেল। মধ্যপ্রাচ্যে হতে যাওয়া বিশ্বকাপের আগে শঙ্কা তো থাকছেই।
এদিন ব্যাটিং ব্যর্থতার দিনে লড়লেন আফিফ হোসেন। আফিফ অপরাজিত ২ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৪৯ রানে। মাহমুদউল্লাহ-মোহাম্মদ নাঈম ২৩ রান করে আউট। অন্যরা হতাশ করেন। সবচেয়ে বড় কথা লিটন ১০ ও সৌম্য ফেরেন মাত্র ৪ রানে। হতাশ করেন বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করা শামীমও। তার ব্যাটে মাত্র ২।
শুক্রবার ম্যাচ শুরুর আগে স্মরণ করা হয় প্রয়াত আম্পায়ার নাদির শাহকে। তার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টিতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এই আম্পায়ারকে।
শোকে কালো ব্যাজ পরে মাঠে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়া সাবেক ক্রিকেটার ও বিসিবিও আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নাদির শাহ এমন একজন ব্যক্তি যাকে সবাই শ্রদ্ধা করত এবং ভালোবাসতো। তিনি ক্রিকেটের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, নিজের দায়িত্ব পালন করেছে সততার সঙ্গে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬১/৫ (অ্যালেন ৪১, রবীন্দ্র ১৭, ল্যাথাম ১৮, ইয়াং ৬, ডি গ্র্যান্ডহোম ৯, নিকোলস ২১, ম্যাকনকি ০, ব্রেসওয়েল ৫, এজাজ ৩, টিকনার ৩*, ডাফি ৩; তাসকিন ৪-০-৩৪-১, নাসুম ২-০-৫-২, শরিফুল ৪-০-৪৮-২, মাহমুদউল্লাহ ৩-০-১৭-০, সৌম্য ২-০-১৪-০, আফিফ ৩-০-১৮-১, শামীম ১-০-৪-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৪/৮ (নাঈম ২৩, লিটন ১০, সৌম্য ৪, মুশফিক ৩, আফিফ ৪৯*, মাহমুদউল্লাহ ২৩, সোহান ৪, শামীম ২, তাসকিন ৯, নাসুম ৩*; ডাফি ৪-০-২৫-১, এজাজ ৪-০-২১-১, কুগেলাইন ৩-০-২৩-২, ম্যাকনকি ৩-০-২৫-১, সিয়ার্স ৩-০-২১-১, রবীন্দ্র ৩-০-১৯-১)
ফল : নিউজিল্যান্ড ২৭ রানে জয়ী
Discussion about this post