অবশেষে পথ খুঁজে পেল বাংলাদেশের মেয়েরা। অবশ্য দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। হারলেই সিরিজ শেষ। এমন সমীকরণে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ রানে জিতেছে রুমানা আহমেদের দল। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-২ এ এখনো পেছনে স্বাগতিকরা।
সোমবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৯ ওভারে মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৪২ রান আসে শারমিন সুলতানা ও শারমিন আক্তারের ওপেনিং জুটিতে। তৃতীয় উইকেটে রুমানা আহমেদ (২৮) ও সানজিদা ইসলাম (১৬) দারুণ খেলেন। দলকে পৌঁছে দেন ৮৯ রানে। এরপরই যেন বাংলাদেশ শিবিরে শুরু হয়ে গেল উইকেট বৃষ্টি। ৪৭ রানের মধ্যে সব শেষ!
জবাবে খাদিজাতুল কোবরার স্পিন ভেলকিতে ১৮.৪ বল আগেই ১২৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকার মেয়েরা। তাতে ১০ রানে জয় নিয়ে মাঠে ছাড়ে রুমানারা।খাদিজাতুল কোবরা ১০ ওভারে ৩৩ রানে নেন ৪টি উইকেট। ম্যাচসেরা তিনিই।
Discussion about this post