ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ে শুরু। তারপরই পথ হারিয়েছে বাংলাদেশ। টানা দুই হারে বিপাকে মাশরাফি বিন মর্তুজারা। মঙ্গলবার টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ব্রিস্টলে এই লড়াইয়ে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না মাশরাফি বিন মর্তুজার দল। কেননা লঙ্কানদের বিপক্ষে স্টিভ রোডস শিষ্যদের সাম্প্রতিক রেকর্ড দারুণ। যদিও বৃষ্টি চোখ রাঙাচ্ছে ম্যাচে। সোমবার দিনভর ছিল বেরসিক বৃষ্টির উৎপাত!
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। পরের দুই ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরে চাপে দল। এবার ঘুরে দাঁড়াতে চায় স্টিভ রোডস শিষ্যরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ভাল কিছু দেখতে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন তামিম ইকবাল। নিজের ব্যাটিংয়ের উপরও তার বিশ্বাস আছে। বলেন, ‘যেহেতু এটা বিশ্বকাপ, সে কারণে মনে হয় ধৈর্য জিনিসটা কম হয়ে যায়। এটাই বলব, সবাইকে ধৈর্য ধরতে হবে। খালি আমার প্রতি না, সবার প্রতি।’
গত তিন ম্যাচে সেভাবে তার ব্যাট কথা বলেনি তামিমের ব্যাট। তিনি জানালেন, ‘বিশ্বকাপ একটা বড় মঞ্চ। যেখানে সবাই পারফরম করতে চায়, সবাই ভালো করতে চায়। আমারো অনেক প্রত্যাশা আছে আমি ভালো করতে চাই। অনেক সময় অনেক কিছু চেষ্টা করেও হয় না। আমাদের কাজ হল চেষ্টা করতে থাকা, কোনো না কোনো সময় তো হবে। আমার ফোকাস পুরোপুরি ট্রেনিংয়ের দিকে।যে ভুল করছি যতটুকু মিনিমাইজ করা আর সে রকম স্টার্ট পেলে দেখা যাক ইনশাল্লাহ।’
মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে দলে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। বাদ পড়তে পারেন মোহাম্মদ মিথুন। তার জায়গা নিতে পারেন সাব্বির রহমান কিংবা লিটন দাস। বোলিংয়ে ফিরতে পারেন রুবেল হোসেন। বাদ পড়তে পারেন মুস্তাফিজুর রহমান।
ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ৪৫ ম্যাচে। ৭টিতে জিতেছে টাইগাররা। ৩৬ ম্যাচে জয় লঙ্কানদের। দুই দলের মধ্যে দুটি ম্যাচে ফল হয়নি। সবশেষ দেখায় ১৩৭ রানে চন্ডিকা হাথুরুসিংহের দলকে হারায় টাইগাররা।
Discussion about this post