শুরুর ধাক্কা সামলে এখন সেরা ছন্দে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টানা দুই জয়ে এখন সাফল্যের আকাশে উড়ছে সাবেক চ্যাম্পিয়নরা। মোহামেডানের পর এবার তাদের শিকার প্রাইম ব্যাংক! জয়ের নায়ক সেই আব্দুল মজিদ। যিনি মোহামেডানের বিপক্ষে তুলেছিলেন হাফসেঞ্চুরি। বৃহস্পতিবার তার ব্যাটে ঝকঝকে এক শতরান।
লিজেন্ডস অব রুপগঞ্জ চলতি প্রিমিয়ার লিগে পেল টানা দ্বিতীয় জয়। তৃতীয় রাউন্ডের ম্যাচে ২৪ রানে জিতেছে ফেভারিটরা।
বৃহস্পতিবার আগে ব্যাট করে আব্দুল মজিদের ১১০ রানের কল্যানে ২৩৯ রান তুলে রূপগঞ্জ। জবাব দিতে নেমে ২১৫ রানে অলআউট প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ। তারপরও অবিচল ছিলেন মজিদ। চতুর্থ উইকেটে নাঈম ইসলাম জুনিয়রের সঙ্গে ১৩৫ রানের জুটিতে দলকে এগিয়ে নেন তিনি। ১২২ বলে খেলা তার ১১০ রানের ইনিংসে ৮টি ছক্কার পাশে চারটি চার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার এটি ষষ্ঠ সেঞ্চুরি।
৭৯ বলে ৫১ রান তুলেন অধিনায়ক নাঈম ইসলাম। শেষের দিকে নাজমুল হোসেন মিলনের অপরাজিত ২৬ রানে লড়াইয়ের পুঁজি গড়ে রূপগঞ্জ। ৪০ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার দেলোয়ার হোসেন।
জবাব দিতে নেমে চেনা পথে হাটতে পারেনি প্রাইম ব্যাংক। তাদের জেতার পথটা বন্ধুর করে দেন রূপগঞ্জের বোলাররা। তিনটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ আসিফ ও মোশাররফ হোসেন। তবে ম্যাচসেরা আব্দুল মজিদ।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৩৯/৬ (মজিদ ১১০, পাপ্পু ১, অভিষেক ১, সামি ২৩, নাঈম ৫১, তুষার ১২, নাজমুল ২৬*, মোশাররফ ৮; দেলোয়ার ৩/৪০, শরিফুল ১/৫৩, নাহিদুল ১/৩৮, মনির ০/২৭, এনামুল জুনিয়র ০/৫৫, আল আমিন জুনিয়র ০/১৪, চান্দেলা ০/১২)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৮.২ ওভারে ২১৫/১০ (মারুফ ০, শানাজ ৪০, চান্দেলা ৯, মেহরাব জুনিয়র ২১, আল আমিন জুনিয়র ৬৮, নাহিদুল ৩২, সাজ্জাদুল ২৫, দেলোয়ার ৭, মনির ১, শরিফুল ১, এনামুল জুনিয়র ০*; শহীদ ৩/৩২, রাসেল ০/৪২, আসিফ ৩/৪৭, নাঈম ০/৩৫, মোশাররফ ৩/৫৯)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ২৪ রানে জয়ী
ম্যাচসেরা: আব্দুল মজিদ
Discussion about this post