নিজেদের মাঠে জয়ে শুরু করল চিটাগং ভাইকিংস। সিলেট সিক্সার্স ৪০ রানে হারাল তারা। তারপরও ৭ ম্যাচে দ্বিতীয় জয়ে তলানি থেকে উঠে এল ছয় নম্বরে। তাদের পয়েন্ট এখন ৫। ৯ ম্যাচে সিলেট পেয়েছে পঞ্চম হার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সিকান্দার রাজার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে চলতি আসরের সর্বোচ্চ ২১১ রান তুলে চিটাগং। জবাব দিতে নেমে সিলেট থামে ১৭১ রানে।
ম্যাচে সিকান্দার রাজা ৪৫ বলে ৯টি চার ও ৬টি ছক্কায় ৯৫ রান তুলেন। চলতি আসরে এখন পর্যন্ত এটাই ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সেরা ছিল লুক রনকির ৭৮।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ২১১ (রনকি ৪১, সৌম্য ১, এনামুল ৩, ফন সিল ৪০, রাজা ৯৫, নাজিবুল্লাহ ১৯*, রিস ৪*; মুদাস্সর ০/৩১, নাসির ১/৩৪, তাইজুল ০/৩০, ব্রেসনান ১/৩৮, হাসান ১/৪২, রাব্বি ২/৩৫)
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৭১/৮ (গুনাথিলকা ১০, ফ্লেচার ৭১, বাবর ৪১, সাব্বির ৩, ব্রেসনান ২, হাসান ০, নুরুল ২৮, নাসির ৮, রাব্বি ৪*; সানজামুল ১/২৪, রাজা ০/১৩, শুভাশিস ০/৩০, তাসকিন ৩/৩১, রিস ০/২২, তানবীর ০/২০, সৌম্য ২/১৭, ফন সিল ২/১৪)
ফল: চিটাগং ভাইকিংস ৪০ রানে জয়ী।
ম্যাচসেরা: সিকান্দার রাজা
Discussion about this post