ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয় হাতছানি দিচ্ছে বাংলাদেশ দলকে। প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর হারারে টেস্টের চতুর্থ দিন বিকেলে ঝড়ো সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু শতরানের আগেই থমকে যান তিনি। তাকে ফিরিয়ে ম্যাচের লাগাম টাইগারদের হাতে। জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। জিম্বাবুয়ের ৩৩৭ রান।
এর আগে শনিবার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে পাহাড় সমান লক্ষ্য দেয় বাংলাদেশ। প্রথম টেস্ট সেঞ্চুরিতে ১৯৬ বলে ১১৫ রানে অপরাজিত ছিলেন সাদমান। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ১১৮ বলে অপরাজিত ১১৭ রান তুলেন শান্ত। দুজন ১৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। দেশের বাইরে যা দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ।
১ উইকেটে ২৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন মুমিনুল হক। প্রথম ইনিংসের ১৯২ রান মিলিয়ে লিড দাঁড়ায় ৪৭৬ রানের। যা এবারই প্রথম ২১ বছরের টেস্ট ইতিহাসে সাড়ে চারশ রানের বেশি লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। এরপর নেমে জিম্বাবুয়ে চতুর্থ দিন শেষ করে ৩ উইকেটে ১৪০ রানে।
জিততে শেষ দিনে টাইগারদের চাই ৭ উইকেট। জয় তো দেখতে পাচ্ছে দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬৮/১০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৬/১০
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৪৫/০) ৬৭.৪ ওভারে ২৮৪/১ (ডি.)(সাদমান ১১৫*, সাইফ ৪৩, শান্ত ১১৭*; মুজারাবানি ১২-৪-২৭-০, এনগারাভা ৯-০-৩৬-১, টিরিপানো ১১-২-৩৩-০, নিয়াউচি ১০-১-৩৬-০, শুম্বা ১২.৪-০-৬৭-০, কাইয়া ১৩-২-৮৪-০)।
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৭৭) ৪০ ওভারে ১৪০/৩ (শুম্বা ১৫, কাইটানো ৭, টেইলর ৯২, মায়ার্স ১৮*, টিরিপানো ৭*; সাকিব ১২-৪-২৩-১, মিরাজ ১৪-২-৪৫-১, তাসকিন ৭-০-৩৯-১, ইবাদত ৩-০-১৯-০, মাহমুদউল্লাহ ৪-০-৯-০)।
#চতুর্থ দিন শেষে
Discussion about this post