কাংখিত ব্যাপারটাই ঘটল। ৪র্থ ও শেষদিন সকালেই জয় তুলে নিল বাংলাদেশ ‘এ’ দল। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের ম্যাচে জয়ের জন্য চতুর্থ ও শেষ দিনে বুধবার দরকার ছিল ৬১ রান। হাতে ৯ উইকেট। এ অবস্থায় আর ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। মানে ৬ উইকেটের সহজ জয়।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ছিল বোলারদের দিন। বাংলাদেশ ৩ উইকেটে ১৬২ রান নিয়ে দিনের খেলা শুরু করে। কিন্তু ২১১ রানে অলআউট হয়ে যায় দল। স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ৬৩ রানে নেন ৬ উইকেট।
মাত্র ৫ রানের লিড পায় বাংলাদেশ। কেননা, প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২০৬ রানে অলআউট করেছিল তারা।
দ্বিতীয় ইনিংসেও সেই সাকলাইন সজীব ম্যাজিক। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। এবার ৫০ রান দিয়ে ৬ উইকেট। ১০৮ রানে অলআউট জিম্বাবুয়ে।
সব মিলিয়ে ১৩২ রানে ১৫ উইকেট নেন সজীব। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং। ম্যাচসেরা তিনিই।
জুবায়ের হোসেন ১৮ রানে নেন ৪ উইকেট।
################################
দেখে খেলছে বাংলাদেশ ‘এ’ দল
সাকলায়েন সজীবের ম্যাজিক বোলিংয়ের পর বাংলাদেশের ব্যাটসম্যানরা দেখে খেলছে। অবশ্য উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এছাড়া অন্য উপায়ও নেই। চারদিনের ম্যাচের ২য় দিন শেষে সোমবার জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ১ম ইনিংসে তুলেছে ৩ উইকেটে ১৬২ রান।
সফরকারীদের ১ম ইনিংসের চেয়ে এখনো ৪৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। সাকলাইন সজীবের ৮২ রানে ৯ উইকেট তুলে নিয়েছিলেন। তাতে ২০৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বৃষ্টির বাধার মুখে পড়তে হয়। ৭৯ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।
লিটন দাসে ৫৪, সাদমান ইসলাম ৪০ রান করেন। ২০ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে।
########################
সাকলায়েন সজীবের রেকর্ড ৯ উইকেট
বল হাতে রীতিমতো যাদু দেখালেন তিনি। ঘুর্নি বলের ফাদে ফেলে একাই শেষ করে দিলেন জিম্বাবুয়ের প্রথম ইনিংস। সাকলায়েন সজীব নিলেন ৯ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং। আর তাতেই ৪ দিনের ম্যাচে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ‘এ’ দল ২০৬ রানে অলআউট।
রোববার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। বড় সংগ্রহের পথেই ছিল তারা। ভুসি সিবান্দা ৬২ এবং রেজিস চাকাভা ৬৪ রান করেন।
৩১.১ ওভার বল করে ৮২ রানে ৯ উইকেট নেন সজীব। ইতিহাস বলছে প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি স্পিনারের এটাই সেরা বোলিং। আর কোন বিদেশী দলের বিপক্ষে এক ইনিংসে এটাই বাংলাদেশের কোন বোলারের সেরা সাফল্য। ২০১২ সালে ৮৪ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন আব্দুর রাজ্জাক।
ফরহাদ হোসেন একটা উইকেট না পেলে দশ উইকেটই পেতে পারতেন সজীব।।
এরপর রোবার প্রথম দিনে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান। ব্যাট করছেন লিটন কুমার (২৩) ও সাদমান ইসলাম (৪)।
Discussion about this post