ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হার দিয়েই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছিল তাদের। কিন্তু জয়ে ফিরতে সময় নেয়নি রাজশাহী কিংস। খুলনা টাইটানসকে হতাশ করে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা পেল রাজশাহী আর তিন ম্যাচের তিনটিতেই হারল খুলনা!
শুরুতে বল হাতে প্রতিপক্ষের ইনিংসটা বড় হতে দেননি দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কান ইসুরু উদানা। এরপর মেহেদী হাসান মিরাজ ঠিক অধিনায়কের মতোই খেললেন। তার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে খুলনাকে হারাল তারা।
বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে রাজশাহী।
টার্গেটটাও মামুলি ছিল। ১১৮ রানের লক্ষ্যে নেমে ৭ বল বাকি থাকতেই মাহমুদউল্লাহ রিয়াদের দলকে হারের তিক্ত স্বাদ দিয়েছে মিরাজের দল।
যদিও টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই ছিল খুলনার। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দিক। এরপরই মুস্তাফিজ ঝলসে উঠেন। স্টার্লিং ফিরিয়ে তুলে নেন মাহমুদউল্লাহর উইকেটও। ব্যাট হাতে ব্যর্থ আরিফুল হক, দাভিদ মালান ও ডেভিড ভিসা।
উদানা ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। মুস্তাফিজ ১৮ রানে তুলেন ২ উইকেট।
এরপর জবাব দিতে নেমে শুরুতেই বিদায় নেন মোহাম্মদ হাফিজ। কিন্তু তারপরই মিরাজ পাল্টে দেন দৃশ্যপট। মুমিনুলকে নিয়ে গড়েন ৮৯ রানের জুটি। ৪৪ রানে আউট মুমিনুল। বিপিএলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে মিরাজ ফিরেন ৫১ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটানস: ২০ ওভারে ১১৭/৯ (স্টার্লিং ১৬, জুনায়েদ ২৩, জহুরুল ১, মাহমুদউল্লাহ ১১, মালান ২২, আরিফুল ৪, ভিসা ১৪, তাইজুল ৮*, শরিফুল ১, শুভাশিস ০*; উদানা ৩/১৮, মুস্তাফিজ ২/১৫, সৌম্য ১/৬)
রাজশাহী কিংস: ১৮.৫ ওভারে ১১৮/৩ (হাফিজ ৬, মুমিনুল ৪৪, মিরাজ ৫১, সৌম্য ১১*, ইভান্স ১*; জহির খান ১/১ স্টার্লিং ১/৯)
ফল: রাজশাহী কিংস ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইসুরু উদানা
Discussion about this post