এক ম্যাচ পরই আবার কক্ষপথে ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বুঝিয়ে দিয়েছে শিরোপা জেতার মিশনেই থাকতে চায় সাবেক চ্যাম্পিয়নরা। প্রয়োজনীয় মূহুর্তে দলকে জয় এনে দিয়েছেন মোহাম্মদ নাইম ও নাঈম ইসলাম। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৬ উইকেটে জিতেছে রূপগঞ্জ। ২৬০ রানের টার্গেটে খেলতে নেমে অনেকটা অনায়াসেই ২১ বল বাকি জয়ের বন্দরে পা রাখে লিজেন্ডসরা।
খেলাঘরকে হারিয়ে পয়েন্ট টেবিলেও এগিয়ে গেছে রূপগঞ্জ। এ পর্যন্ত ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে চার থেকে টেবিলের তিনে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দুইয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আবাহনী লিমিটেড।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট নামা খেলাঘরকে শুরুতেই চেপে ধরে রূপগঞ্জ। তারপর মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ১৮২ রানের জুটি গড়েন রবিউল ইসলাম রবি। শতরান পেলেও রবি ধীর গতির ক্রিকেট খেলে গেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে রবি তুলেন তৃতীয় সেঞ্চুরি। তাকে ফর্মে থাকা মোহাম্মদ শরীফ। তিন নম্বরে নেমে ১৩৮ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ক্যারিয়ার সেরা ১১৬ রান করেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ১২৫ বলে তুলেন ৮০ রান।
এরপর জবাব দিতে নেমে ৭৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে আব্দুল মজিদ আর সালাউদ্দিন পাপ্পু। উইকেটরক্ষক ব্যাটসম্যান পাপ্পু ফিরেন ৩৫ রানে। ফর্মে থাকা মজিদের ব্যাটে ৪১। এরপর তৃতীয় উইকেটে তরুণ নাইমের সঙ্গে অধিনায়ক নাঈমের ১৪৪ রানের জুটি দলকে নিয়ে যায় জয়ের বন্দরের কাছাকাছি। ৬৪ বলে ৭০ রান করেন নাঈম। ম্যাচ সেরা নাইম ৯৬ বলে তুলেন ৮২ রান।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৫০ ওভারে ২৫৯/৪ (সাদিকুর ৮, মাহিদুল ৮০, রবি ১১৬, অমিত ১৬, মেনারিয়া ১০*, মাসুম ১৯*; মোশাররফ ১/৪৭, শহীদ ১/৪৬, শরীফ ১/৫১, আসিফ ১/৩৩, রসুল ০/৬৩, নাঈম ০/১৩)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৬.৩ ওভারে ২৬২/৪ (মজিদ ৪১, পাপ্পু ৩৫, নাইম ৮২, নাঈম ৭০, রসুল ৬*, তুষার ১২*; মাহমুদ ০/৪০, মইনুল ০/৩৫, মাসুম ০/১৩, তানভীর ০/৫৫, মেনারিয়া ২/৪৬, রবি ০/২৯, রাফসান ২/৩৫)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ নাইম
Discussion about this post