ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচ শেষেই প্রশ্ন ভাসলো বাতাসে-বদলে যাওয়া গেরুয়া রঙের জার্সিটা কি ভারতের জন্য অপয়া?
হয়তো তাই। না হলে উড়তে থাকা দলটি কেন এভাবে হোঁচট খাবে? বার্মিংহ্যামের এজবাস্টনে রোববার ৩১ রানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের তাগিদটাই ছিল অব্দি ছিল না ভারতের। ৫ উইকেট হারিয়ে ৩০৬ রানে নামে বিরাট কোহলির দল।
অথচ ম্যাচটা হতে পারতো মোহাম্মদ সামি কিংবা রোহিত শর্মা হতে পারতেন ম্যাচের সেরা। কিন্তু শেষ অব্দি লড়াইয়ে জিতল ইংলিশরাই। এই জয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠার সম্ভাবনা উজ্জ্বল হলো তাদের। সবচেয়ে বড় কথা ১৯৯২ আসরের পর বিশ্বকাপে ভারতের বাপক্ষে এই প্রথম তাদের বিপক্ষে জিতল ইংল্যান্ড।
ম্যাচে বল হাতে ৫ উইকেট নেন সামি। আর রোহিত শর্মা পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম আর চলতি বিশ্বকাপের তৃতীয় সেঞ্চুরি রোহিত শর্মার।
তবে জনি বেয়ারস্টো শতরানেই ইংল্যান্ডকে পেয়েছিল বড় সংগ্রহ। চোট কাটিয়ে জেসন রয়কে নিয়ে গড়েন দেড়শ ছাড়ানো জুটি। প্রথম ১০ ওভারে ৪৭ রান তুলেন তারা। এরপর মানিয়ে নিয়েই তুলেন ঝড়। ১৬০ রানের জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৫৭ বলে দুই ছক্কা ও সাত চারে ৬৬ রান করে আউট রয়। ৫৬ বলে পঞ্চাশ তুলেন বেয়ারস্টো। ৯০ বলে বিশ্বকাপে প্রথম ও ক্যারিয়ারে অষ্টম শতরান। ১০ চার ও ছয় ছক্কায় ১১১ রান তুলে মোহাম্মদ সামির বলে আউট তিনি।
১০ ওভারে ৯২ রান তুলে নেয় ইংল্যান্ড। বেন স্টোকস ৫৪ বলে করেন ৭৯ রান। ৬৯ রানে ৫ উইকেট নেন সামি।
জবাব দিতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারালেও তারপর বেশ লড়েছে ভারত। ওপেনার রোহিত শর্মা শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও এরপরই ঝড় তুলেন। বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩৮ রান করেন তিনি। ৭ চারে অধিনায়ক বিরাট তুলেন ৬৬ রান। আর ক্যারিয়ারের ২৫তম শতরান তুলে থামেন রোহিত। ১০৯ বলে করেন ১০২।
বিশ্বকাপ অভিষেকে রিশাব পান্ত লড়েছিলেন। করেন ৩২ রান। তবে শেষে হতাশ করেন মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব। জয়ের কোন ইচ্ছেই যেন ছিল না তাদের। ৫.১ ওভারে ৩৯ রান করেন তারা। এ কারণেই দলও পায়নি জয়ের দেখা। এবার বিশ্বকাপে এবারই প্রথম হার দেখল কোহলির দল।
এ অবস্থায় ৮ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ইংলিশদের জয়ে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কাও বিদায় নিল বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ থেকে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৭/৭ (রয় ৬৬, বেয়ারস্টো ১১১, রুট ৪৪, মরগান ১, স্টোকস ৭৯, বাটলার ২০, ওকস ৭, প্লানকেট ১*, আর্চার ০*; সামি ৫/৬৯, বুমরাহ ১/৪৪, কুলদীপ ১/৭২)
ভারত: ৫০ ওভারে ৩০৬/৫ (রাহুল ০, রোহিত ১০২, কোহলি ৬৬, পান্ত ৩২, পান্ডিয়া ৪৫, ধোনি ৪২*, কেদার ১২*; ওকস ২/৫৮, প্লানকেট ৩/৫৫)
ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো
Discussion about this post