ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা দুই ম্যাচে হার এবং এরপরই একটি ম্যাচ পরিত্যক্ত। বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন ধুসর হয়ে যাচ্ছে বাংলাদেশের। এ কারণেই টানা জয়ের অপেক্ষায় দলের কোচ স্টিভেন রোডস। অবশ্য ব্রিস্টল থেকে টন্টনে এসে প্রথম দুটি দিন বিশ্রামে আছে বাংলাদেশ দল।
শুক্রবার থেকে শুরু হয়ে যাবে অনুশীলন। এরপর ১৭ জুন লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। রোডসের জানাচ্ছিলেন ‘অনেক বিশ্রাম হলো। গলফ খেলছি, একটু ঘুরে বেড়াচ্ছি, বিশ্রাম নিচ্ছি। গত কিছুদিনে আমাদের অনেক খেলা ছিল। এছাড়াও অনুশীলন, অনেক ভ্রমণ মিলিয়ে ক্লান্তি পেয়ে বসা স্বাভাবিক। এই সব সময়ে বিশ্রাম খুব জরুরি। সবাই চাঙা হয়ে উঠবে আশা করছি। সামনে অপেক্ষায় চ্যালেঞ্জ। এখন জেতা শুরু করতে হবে।’
গত এক বছরে বাংলাদেশ দল ২৫টি ওয়ানডে খেলেছে। যারমধ্যে জয় ১৫টিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে টেস্ট সিরিজ। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারলেও নিউজিল্যান্ড, ইংল্যান্ডের কাছে হারলেও বাংলাদেশ দল দারুণ দাপট দেখিয়েছে।
আর দলটা নিয়ে বেশ আছেন রোডস। বৃহস্পতিবার জানালেন, ‘দেখুন, আমি বাংলা বুঝি না, শুরুতে খেলোয়াড়েরাও হয়তো অনেক আমার কথাটা ঠিকভাবে বুঝতে পারত না। এটা চ্যালেঞ্জ ছিল। তবে খুব বেশি সমস্যা হয়নি। ক্রিকেটের কিছু ভাষা তো বৈশ্বিক। সব দেশেই এক। কোন সমস্যা নেই।’
Discussion about this post