ক্যারিয়ারের সেরা সময়টাই যেন কাটাচ্ছেন এখন সাকিব আল হাসান। টেস্টে গড়লেন একাধিক রেকর্ড। সেঞ্চুরি-দশ উইকেট সবই মিলল এক টেস্টে। এরপর ওয়ানডে সিরিজেও সেই একই ম্যাজিক। টেস্ট সিরিজ যেখানে শুুরু করেছিলেন সেখান থেকেই ওয়ানডে শুরু। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই কথা বলল সাকিবের ব্যাট-বল। প্রথমে সেঞ্চুরি। এরপর চার উইকেট। বাংলাদেশের জয়ের নায়ক।
৮৭ রানের এই জয়ে তার ভুমিকাটাই ছিল বড়।
ছুটির দিনে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলকে পথ দেখান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। দু’জনের ব্যাটে বাংলাদেশ চলে যায় নিরাপদে। সাকিব তুলে নেন দারুণ এক শতরান। ১০১ রান আউট তিনি। এটি সাকিবের ৬ষ্ট ওয়ানডে শতরান। মুশফিক করছেন ৬৫ রান। দু’জন পঞ্চম উইকেটে ১৪২ বলে করেন ১৪৮ রান। পঞ্চম উইকেট জুটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০০৮ সালে পঞ্চম উইকেটে সাকিব এবং রকিবুল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়েন ১১৯ রানের জুটি।
একইসঙ্গে অলরাউন্ডার হিসেবে আরেকটি মাইলফলকে পৌছলেন সাকিব। বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে নিজেদের দেশে দুই হাজার রান ও ১০০ উইকেট নেয়ার রেকর্ড স্পর্শ করলেন তিনি। ৭১ ওয়ানডে খেলে এ রেকর্ড গড়লেন সাকিব।
এই রেকর্ড আছে শুধুই শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের।
ছবিটি ফেসবুকের ”মজা লস” (Moja losss?পেজ থেকে নেওয়া।
Discussion about this post