জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রেখেছিলেন তিনি। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বছরের জন্য নিষিদ্ধ করে সাকিব আল হাসানকে। এ কারণেই গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ মানে সিপিএলে খেলা হয়নি তার। তবে নিষেধাজ্ঞা শেষে উইন্ডিজের এই ফ্রাঞ্চাইজি লিগেেফের সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটারটি।
প্রায় দুই বছর পর আবারও সাকিব খেলবেন সিপিএলে। ২০২১ মৌসুমে তার পুরনো ঠিকানা জ্যামাইকা তালাওয়াসেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে এই তথ্য।
জ্যামাইকা সাকিবের সাবেক ক্লাব। এখানে তিনি খেলেছেন ২০১৬ ও ১৭ সালেও। এর মাঝে ২০১৮ ও ১৯ সালে খেলেন বার্বাডোস ট্রাইডেন্টসে। এক বছর ক্রিকেটে নিষিদ্ধ থাকায় গত বছর খেলা হয়নি। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে এক পোস্টে সাকিবের জ্যামাইকা তালাওয়াসে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করে সিপিএল কর্তৃপক্ষ।
সব ঠিক থাকলে এবারের সিপিএল শুরু হবে ২৮ আগষ্ট। ফাইনাল ১৯ সেপ্টেম্বর। করোনার কারণে সবগুলো খেলাই হবে এক ভেন্যুতে, সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। জৈব সুরক্ষা বলয়ে থাকবেন ক্রিকেটাররা।
Discussion about this post