আগের দিনের স্কোরের সঙ্গে বিসিবি নর্থ জোন যোগ করল ৯০ রান। আর এর মধ্যে ৭৭ রানই ফরহাদ রেজার। সেঞ্চুরির জন্য সোমবার সকালে তার প্রয়োজন ছিল ২১ রান। সেটা তো করলেই; আর সেঞ্চুরির পর আরো চড়ে বসলেন প্রাইম ব্যাংক সাউথ জোনের বোলারদের ওপর। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন তখন তার রান ১৫৩ বলে ১৫৩। ২২ বাউন্ডারি ও ৬ ছক্কা! দলের স্কোর গিয়ে দাড়াল ৪২১। তবে জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক সাউথ জোনের ব্যাটিং যেভাবে এগুচ্ছে তাতে প্রথম ইনিংসে লিড অর্জন এখন ব্যাংকের জন্য সময়ের ব্যাপার মনে হচ্ছে! দিনের ৭০ ওভার খেলার সুযোগ পায় প্রাইম ব্যাংক সাউথ জোন। তাতেই তুলে নেয় ৩ উইকেটে ৩৮৯ রান। ইমরুল কায়েস ও মিঠুন চৌধুরীর ব্যাট হেসেছে সেঞ্চুরির হাসিতে। মিঠুন ফিরে গেছেন ১০৭ রানে। ইমরুল খেলছেন ১২৭ রান নিয়ে।
বিসিএলের দুই ম্যাচের প্রথম দুদিনের পুরোটা জুড়েই ব্যাটসম্যানদের দাপট। মঙ্গলবার তৃতীয়দিন কি এই দৃশ্যপট বদলাবে?
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে) :
বিসিবি উত্তারাঞ্চল ১ম ইনিংস : ৪২১/১০, ১০৭.৫ ওভার (জহুরুল ৩২, ফরহাদ ৭৬, নাঈম ২৪, নাসির ৯৯, ফরহাদ রেজা ১৫৩, তাইজুল ২২, রবিউল ইসলাম ৩/৪৪, রাজ্জাক ৩/১০৫, সোহাগ গাজী ২/৯৮)।
প্রাইম ব্যাংক দক্ষিনাঞ্চল প্রথম ইনিংস: ২৮৯/৩, ৭০ ওভার ( এনামুল ৩, সৌম্য ৪২, ইমরুল ১২৭ ব্যাটিং, মিঠুন ১০৭, ফরহাদ রেজা ১/৫১, তাইজুল ১/৫৬, সাকলাইন সজিব ১/৮২)
- ক্রিকবিডি ২৪ রিপোর্ট:
Discussion about this post