- ইরান ফুটবল দলের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড আলি দাইয়ের। ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত মোট ১৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১০৯টি। ১৯৬৯ সালের ২১ মার্চ জন্ম নেওয়া এই স্ট্রাইকার দেশের পক্ষে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতা। খেলোয়াড়ি জীবন শেষে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ইরানের একটি ক্লাবে।
- ইতালির পক্ষে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ফ্যাবিও ক্যানাভারোর। ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১৩৬ ম্যাচ। পরপরই রয়েছেন জিয়ানলুইগি বাফন। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত খেলেছেন ১২৯ ম্যাচ। ২০০২ সালে অবসর নেওয়া পাওলো মালদিনি রয়েছেন তৃতীয় স্থানে। তিনি খেলেছেন ১২৬ ম্যাচ।
- অনিয়ন্ত্রিত জীবন-যাপনের জন্য দারুণ সমালোচিত মারিও বালোতেল্লি। গাড়ি পার্কিং ভুল জায়গায় করে এখন পর্যন্ত দশ হাজার পাউন্ডের বেশি জরিমানা গুনেছেন ইতালির এই ফুটবলার। ২৭ বারের বেশি গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। ক্যাসিনোতে মারামারি করে ২৫ হাজার পাউন্ড জরিমানা দিয়েছেন কিছুদিন আগেই। তবে ব্যাক্তিগত জীবনে দারুণ উদার তিনি। আয়ের বড় একটা অংশ দেন অসহায় শিশুদের।
Discussion about this post