ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। তবে সফরকারীরা দ্রুতই ঘুরে দাঁড়াতে চাই রঙিন পোশাকের ক্রিকেটে। এজন্য বুধবার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে সবচেয়ে বড় চমক সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে নজরকাড়া অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে।
যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছেন মাধেভেরে।সব মিলিয়ে ৬ ম্যাচ তিনি করেছিলেন ১৫৮ রান। আবার অফ স্পিন বোলিংয়ে ২২.২৫ গড়ে নিয়েছেন ৮ উইকেট। জাতীয় দলে ডাক পাওয়াটা যুব বিশ্বকাপের ওই দুর্দান্ত এই পারফরম্যান্সেরই পুরস্কার।
এদিকে জিম্বাবুয়ের রঙিন পোশাকের ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য একমাত্র টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। তবে সীমিত ওভারে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন পেস বোলিং অলরাউন্ডার চামু চিবাবা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ১,৩ ও ৬ মার্চ। এরপর ঢাকায় দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যে ম্যাচ দুটি হবে যথাক্রমে আগামী ৯ ও ১১ মার্চ।
জিম্বাবুয়ের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল
চামু চিবাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেগ আরভিন, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েসলি মাধেভেরে, ক্রিস্টোফার পোফু, টিনোটেন্ডা মুতোমবোদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), এইন্সলে এনদলোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা ও শন উইলিয়ামস।
Discussion about this post