আরেকটু হলে হেরেই যাচ্ছিল পাকিস্তান। কানের পাশ দিয়ে গুলি গেল তাদের। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে তারা ২ বল বাকী থাকতে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। আর তাতেই ২-০’তে জিতে নিয়েছে টি-টুয়েন্টি সিরিজ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তারা ৩ উইকেট হারিয়ে তুলে ১৭৫ রান। হ্যামিল্টন মাসাকাদজা করেন ৩২ বলে ৩৯।
সিবান্দার ব্যাটে ৪৬ বলে ৪৯। উইলিয়ামস অপরাজিত থাকেন ৫৮ রানে।
উমর আকমল করেন ৩০ রান। ৪০ বলে ৬২ রান করেন মুক্তার আহমেদ।
Discussion about this post