ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে জায়গা পেলেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা ফজলে রাব্বি। ওয়ানডে দলে জায়গা পেলেন এই অলরাউন্ডার। এর আগে এশিয়া কাপের ৩১ সদস্যের প্রাথমিক দলে ছিলেন তিনি। তবে এবারই প্রথম ৩০ বছর বয়সী এই ক্রিকেটার জায়গা পেলেন মুল দলে। সব শেষ আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে সফরে ছিলেন রাব্বি। সেই সফরে দুর্দান্ত খেলেন। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে ভাল করার পুরস্কার পেলেন তিনি!
অন্যরা অবশ্য আগেই জাতীয় দলে খেলেছেন। এরমধ্যে বছর খানেক পর ওয়ানডে দলে ফিরেছেন সাইফউদ্দিন। তবে এশিয়া কাপে খেলা সর্বশেষ ওয়ানডে দলে নেইমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার। আর তামিম ইকবাল এবং সাকিব আল হাসানকে ইনজুরির কারণে দলে রাখা হয়নি।
অবশ্য অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার সঙ্গে আছেন দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ। যদিও তিনজনই চোটের কারণে এখন বিশ্রামে আছেন।
ইমরুল কায়েস তার জায়গা ধরে রাখলেও বাদ পড়েছেন সৌম্য সরকার।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে প্রথমটি হবে ২১ অক্টোবর, মিরপুরে। সিরিজের বাকি দুটি ম্যাচ চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর।
বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফ উদ্দিন ও ফজলে রাব্বী।
Discussion about this post