মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াস জয় তুলে নিল বাংলাদেশ। ৩৬.৩ ওভারে জিম্বাবুয়েকে ১২৫ রানে অলআউট করে ৯১ রানের জয় তুলে নেয় মাশরাফি বিন মতুর্জার দল। এই ম্যাচের আগেই ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। চলুন দেখে নেই ম্যাচের স্কোর।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ৩৬.৩ ওভারে ১২৫ (মাসাকাদজা ৫, মিরে ৭, আরভিন ১১, টেইলর ০, রাজা ৩৯, মুর ১৪, ওয়ালার ০, ক্রিমার ২৩, জার্ভিস ১০, চাতারা ৮, মুজারাবানি ০*; সাকিব ৩/৩৪, মাশরাফি ২/২৯, সানজামুল ২/২৮, মুস্তাফিজ ১/১৬, রুবেল ১/১৮)
বাংলাদেশ: ৫০ ওভারে ২১৬/৯ (তামিম ৭৬, এনামুল ১, সাকিব ৫১, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ২, সাব্বির ৬, নাসির ২, মাশরাফি ০, সানজামুল ১৯, মুস্তাফিজ ১৮*, রুবেল ৮*; জার্ভিস ৩/৪২, চাতারা ১/৩৩, মুজারাবানি ০/৩৬, রাজা ১/৩৯, ক্রিমার ৪/৩২, ওয়ালার ০/৩২)
ফল: বাংলাদেশ ৯১ রানে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল
Discussion about this post