ব্রাজিল বিশ্বকাপে শুভ সুচনা করল মেক্সিকো এবং চিলি।
শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে মেক্সিকো। এ’ গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গে পরের দ্বিতীয় রাউন্ডে উঠার পথে এক ধাপ এগিয়ে গেল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।
৬১তম মিনিটে জয়সুজক গোলটি করেন ওরিবে পেরলাতা।
অন্যদিকে বিশ্বকাপের দ্বিতীয় দিনে শুক্রবার বি’ গ্রুপ পর্বের ম্যাচে ৩-১ গোল অস্ট্রেলিয়াকে হারিয়েছে চিলি। অ্যালেক্সিস সানচেজ, ভালদিভিয়া ও বসেজু চিলির হয়ে গোল করেন। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র গোলটি করেন টিম কাহিল।
Discussion about this post