ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আয়ারল্যান্ড সফরে প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। কিন্তু দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে নির্বিঘ্নে হতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ।’ আয়ারল্যান্ড উলভসকে ৮৭ রানে হারিয়েছে এগিয়ে তারা। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।
শুক্রবার উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ ‘এ’ ৫০ ওভারে তুলে ২৮৯ রান। জবাব দিতে নেমে উলভস সব উইকেট হারিয়ে তুলে ২০২ রান। আয়ারল্যান্ড উলভস নামের আড়ালে এই সিরিজে খেলছে আইরিশ ‘এ’ দল।
ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ওপেনার জাকির হাসান। ৯২ বলে ৯২ রান করেন তিনি। আর সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩৭ রান। অধিনায়ক মুমিনুল হক ৩৪ বলে ২৩ রান তুলেন। ৪৯ বলে ৪৭ করেন আল আমিন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৮৯/৬ (সাইফ ৩৭, জাকির ৯২, মুমিনুল ২৩, মিঠুন ০, আল আমিন ৪৭, ফজলে রাব্বি ৫৩, সোহান ৫*; চেইস ৩/৬৩, কেইন ৩/৬৭)।
আয়ারল্যান্ড উলভস: ৪৬.৩ ওভারে ২০২ (শ্যানন ৬, ম্যাককলাম ৫, বালবার্নি ০, টমসন ২৩, টেক্টর ২৩, গেটকেইট ৩৮, টাকার ২১, কেইন ৪৯, গার্থ ২১, ডেলানি ৩*, চেইস ৫; খালেদ ৯-০-২৭-২, সানজামুল ১০-২-৩৫-২, শরিফুল ৯-২-৪০-৩, সাইফ উদ্দিন ৮.৩-০-৩৪-২, মুমিনুল ২-০-২৩-০, ফজলে রাব্বি ৮-০-৩৯-১)।
ফল: ৮৭ রানে জয়ী বাংলাদেশ ‘এ’
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ১-০তে এগিয়ে
Discussion about this post