ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মঙ্গলবারের খেলায় জিতেছে প্রাইম ব্যাংক, পারটেক্স এবং মোহামেডান।
মুনাবিরা ম্যাজিকে সহজ জয় প্রাইম ব্যাংকের
একেবারে অনায়াসেই কলাবাগান ক্রিকেট একাডেমিকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক ক্রিকেট দল। কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪৯.৪ ওভারে অলআউট হয়ে তুলে ২৭৪ রান। ব্যাট হাতে দাপট দেখান সাদমান ইসলাম এবং দলের শ্রীলঙ্কান রিক্রুট দিলশান মুনাবিরা। দুজনই করেন হাফসেঞ্চুরি। জবাব দিতে নেমে কিছুই করতে পারেনি কলাবাগান ক্রিকেট একাডেমি। ৪০.৫ ওভারে মাত্র ১৬১ রানে অলআউট তারা।
ব্যাট হাতে ৭২ রান করা প্রাইম ব্যাংকের শ্রীলঙ্কান অলরাউন্ডার দিলশান মুনাবিরা বল হাতে নেন ৪০ রানে ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ২৭৪/১০, ৪৯.৪ ওভার (সাদমান ৫৩, মুনাবিরা ৭২, নুরুল ৪০, সৌম্য ২৭; মাহমুদুল হাসান ৩/২৬, শরীফ ২/৩৫, নাবিল সামাদ ২/৫৫)।
কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৬১/১০, ৪০.৫ ওভার (জীবন মেন্ডিস ৩৬, নাজমুল ৩৫, ইমতিয়াজ ২২; মুনাবিরা ৫/৪০, তাইজুল ২/১০, শুভগত হোম ২/৩৮)।
ফল : প্রাইম ব্যাংক ১১৩ রানে জয়ী।
জিততে বেগ পেল পারটেক্স
ফতুল্লার স্লো উইকেটে টস জেতা মানেই যেন ম্যাচ জেতা। মঙ্গলবারও তার ব্যাতিক্রম হল না। পারটেক্স এসসি প্রথমে ব্যাট করতে নেমে তুলে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান। মেহরাব জুনিয়র ৪৮। রাজিন সাহেল ৩০।
জবাব দিতে নেমে ওল্ড ডিওএইচএস অলআউট ১৭৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স : ১৮৯/১০, ৫০ ওভার (মেহরাব ৪৮, রাজিন সালেহ ৩০, আরমান ২৮, নুরুজ্জামান ২৭*; শহীদুল ৩/৪১, নাহিদুজ্জামান ২/২৩)।
ওল্ড ডিওএইচএস : ১৭৭/১০, ৪৯.১ ওভার (কাফি খান ৩৩, সজীব ৩০, জয়রাজ ২৮, রনি ২১; নুরুজ্জামান ৩/৪৬, শফিউল ৩/২৩)।
ফল : পারটেক্স ১২ রানে জয়ী।
মোহামেডান হারাল ব্রাদার্সকে
বিকেএসপিতে মঙ্গলবার মোহামেডানের প্রতিপক্ষ ছিল ব্রাদার্স ইউনিয়ন। এই লড়াইটা অবশ্য একপেশেই হল। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২৫৯ রান। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ব্রাদার্স তুলে ২১৫ রান।
৩ ম্যাচ খেলে এটি ব্রাদার্সের দ্বিতীয় হার। সমানসংখ্যক ম্যাচে মোহামেডানের দ্বিতীয় জয় এটি।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান ২৫৯/৯ (৫০ ওভারে, ইজাজ ৮৪, নাঈম ইসলাম ৫২, আরিফুল ৪৭, আসিফ হাসান ৫/৪৭)।
ব্রার্দাস: ২১৫/৭ (৫০ ওভারে, নাজমুস সাদাত ৪৬, সাদিকুর ৩২*, অমিত ২/২৮)।
ফল: মোহামেডান ৪৪ রানে জয়ী।
Discussion about this post