ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের আরেক ম্যাচে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষেও জয় তুলে নিল প্রাইম ব্যাংক। ৫৯ রানের জয়ে পূর্ণ পয়েন্ট পেল দলটি। আরেক ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ফতুল্লায় প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে মাত্র ১৭৭ রানে অলআউট ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর-
ভিক্টোরিয়া: ৪৮.৪ ওভারে ১৭৭ (সায়েম ১৯, সানি ১৯, সনেট ১২, হৃদয় ২৬, উত্তম ২৯, মোহাইমিনুল ৪, মাহবুব ৪, মইনুল ১৫, মনির ১৬, আশিকুজ্জামান ১৭*, মাহবুবুল ১৩; শফিউল ১/৪০, আলাউদ্দিন ২/৩১, আবু হায়দার ২/১৯, সোহরাওয়ার্দী ০/২৪, রসুল ৪/২৮, নাসির ১/১৩)।
গাজী গ্রুপ: ৩১.২ ওভারে ১৮১/২ (এনামুল ৫০, জহুরুল ৫২, মুমিনুল ৩০*, নাসির ৪১*; সানি ১/২২)।
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: পারভেজ রসুল
#######
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে আল আমিনের সেঞ্চুরিতে ৩০৭ রান করে প্রাইম ব্যাংক। জবাবে খেলাঘর ২৪৮ রানে অলআউট।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩০৭/৬ (সৌম্য ৩৯, সাব্বির ৩৬, চাঁদ ৩২, আল আমিন ১০৬*, তাইবুর ১, জাকির ৫০, আরিফুল ২৬*; ডলার ২/৬৭, সাদেকুর ১/১৫, শামসুল ২/৬২, রবিউল ১/৩১)।
খেলাঘর: ৪৭.১ ওভারে ২৪৮ (রবিউল ১, পাপ্পু ৪১, অমিত ৩৯, সাদাত ৫৬, নাজিম উদ্দিন ৩, সাগর ২৫, রেজাউল ১৩, মাসুম ৩১, ডলার ১, সাদেকুর ৫, শামসুল ১*; রুবেল ২/৩৫, অপু ১/৫৩, নাহিদুল ২/৩১, সৌম্য ০/৪২, আরিফুল ১/১৬, চাঁদ ২/৩৫, তাইবুর ১/৯)।
ফল: প্রাইম ব্যাংক ৫৯ রানে জয়ী
ম্যাচসেরা: আল আমিন
Discussion about this post