ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ের ধারাবাহিকতাটা ধরে রেখেছে আবাহনী লিমিটেড। জয় দিয়ে সুপার লিগ শুরু করেছে ধানমন্ডির এই দলটি। তারা ৭৩ রানে হারায় বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার আবাহনী দেয়া ২৭৮ রান সামনে রেখে নেমে গাজী অলআউট ২০৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ২৭৮/৬ (সাইফ ৩০, এনামুল ৫, শান্ত ৩, বিহারি ১০৯, নাসির ৯, মিঠুন ৭২*, মাশরাফি ১৪, মোসাদ্দেক ২৩*; মেহেদি ২/৪৯, আবু হায়দার ২/৪৫, টিপু ০/৪৭, মুমিনুল ১/৪৭, নাঈম ১/৭৮, অনুস্তুপ ০/৯)।
গাজী গ্রুপ: ৪৩ ওভারে ২০৫ (জহুরুল ৫, ইমরুল ৫, মুমিনুল ৪৬, মেহেদি ০, অনুস্তুপ ৬৪, নাদিফ ১৮, আসিফ ২০, জাকের ২৯*, আবু হায়দার ০, নাঈম ৬, টিপু ২; মাশরাফি ২/৩০, সানজামুল ৪/৫০, মিরাজ ২/২৮, তাসকিন ২/৪৯, নাসির ০/৪৫)।
ফল: আবাহনী ৭৩ রানে জয়ী
ম্যাচসেরা: হনুমা বিহারি
##############
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সুপার লিগের শনিবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে হারিয়েছে দোলেশ্বর। ৩ উইকেটে জিতেছে তারা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে খেলাঘর ৮ উইকেটে তুলে ২৫৮ রান। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।
এ জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠল দোলেশ্বর। ৭ জয় আর এক টাইয়ে দলটির পয়েন্ট ১৫। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৫০ ওভারে ২৫৮/৮ (রবি ৬২, মাহিদুল ২৪, অমিত ৫০, মেনারিয়া ৫৪, রাফসান ১, নাজিম ১০, মাসুম ৩, মইনুল ২১*, সাদ্দাম ৪, তানভীর ১৭*; মামুন ০/৩০, রেজা ২/৫৬, আব্দুল্লাহ ০/৫০, সানি ৫/৪৫, শরিফউল্লাহ ১/৪৮, শাহানুর ০/১৫, ইমতিয়াজ ০/১১)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৪৮.১ ওভারে ২৫৯/৭ (ইমতিয়াজ ১৯, লিটন ২৪, মাহমুদ ১০, মার্শাল ১৫, ফরহাদ ২২, শরিফউল্লাহ ৩০, আব্দুল্লাহ ৩৫, রেজা ৬৮*, শাহানুর ১৯*; তানভীর ০/৪৫, রবি ০/১৫, মাহমুদ ২/৫৭, মাসুম ১/৪৭, সাদ্দাম ৩/৪০, মইনুল ১/৩৯, রাফসান ০/১১)
ফল: প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা
Discussion about this post