আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার রেশ মিলিয়ে যায়নি। মঙ্গলবার সকালেই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগেই অবশ্য ঘোষিত হয়ে গেছে এশিয়া কাপের দল। যেটি সিলেটে শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।
দেশের মাঠে এশিয়া কাপে পূর্ণ শক্তির দল পেয়েছে বাংলাদেশ। আঙুলের চোট কাটিয়ে ফিরলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। তিনি ছাড়া আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলা দলে তেমন পরিবর্তন আসেনি।
সবশেষ দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা ও মারুফা আক্তার। নুজহাত তাসনিয়া ও রাবেয়া খাতুনের সঙ্গে স্ট্যান্ড বাই দলে আছেন এই দুইজন।
ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগে দারুণ বোলিং করে বিশ্বকাপ বাছাই পর্বের দলে ডাক মেলে। প্রথমবার জাতীয় দলে দলে এসে মারুফা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। এরপর আর সুযোগ পান নি।
জাহানারাও ছিলেন বিশ্বকাপ বাছাইয়ের দলে। কিন্তু অনুশীলনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।
এশিয়া কাপ বাংলাদেশের জন্য সাফল্য ধরে রাখার মিশন। এই আয়োজনের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জেতে টাইগ্রেসরা।
শনিবার সিলেটে এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ। ৭ দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পর্বে প্রত্যেকে একে অপরের সঙ্গে লড়বে একবার। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিতে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহেলি আক্তার।
স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খাতুন
Discussion about this post