ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের মানবতার ডাকে সাড়া দিলেন মোহাম্মদ আশরাফুল। করোনাভাইরাসের এই দুঃসময়ে শিল্পী, খেলোয়াড়, স্টাফদের সাহায্য করতে নিলামে তুলছেন নিজের প্রিয় এক জার্সি। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার নিজের প্রিয় জিনিস বিক্রি করে অর্জিত অর্থ তুলে দিতে চান অসহায়দের হাতে।
ফেসবুকে একটি ভিডিওতে তার একটি জার্সি নিলামে তোলার কথা জানিয়েছেন আশরাফুল। ২০০৭ বিশ্বকাপ খেলা জার্সিটি নিলামে তুলছেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্ব ও দ্বিতীয় রাউন্ডে খেলা জার্সিতে আছে তখনবার কোচ ডেভ হোয়াটোমোর, অধিনায়ক হাবিবুল বাশারসহ দলের প্রত্যেকের অটোগ্রাফ। সন্দেহ নেই আকর্ষন বেড়ে যাচ্ছে। ১৯ জুন ‘বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি’-নিলামে বিক্রি হবে এই জার্সি।
আশরাফুল বলেন, ‘দেখুন, আপনারা সবাই এটি কেনার জন্য বিড করবেন। যত বেশি দাম উঠবে ততো বেশি শিল্পী, মিউজিশান, খেলোয়াড়, স্টাফদের সাহায্য করতে পারব। তাদের জন্যই এই চ্যারিটি করা হচ্ছে।’
কিনতে হলে করতে হবে রেজিস্ট্রেশন। নিলাম অনুষ্ঠান দেখতে জয়েন করতে হবে বাংলাদেশ আর্ট উইক – লাইভ এন্ড সাইলেন্ট অকশন রুম -এর ফেসবুক গ্রুপে।
করোনার দুঃসময়ে ক্রিকেটাররা আছেন আর্ত মানুষের পাশে। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মতুর্জারাও নিলামে তুলেছেন তাদের প্রিয় জিনিস। অর্জিতও হয়েছে অর্থ। সেই অর্থ পাচ্ছেন অসহায় মানুষেরা।
Discussion about this post