করোনাভাইরাসের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম পাল্টে হয়েছিল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তবে সেই বিরতি শেষে ফের ফিরছে বিপিএল । সম্ভাব্য সূচি অনুযায়ী এক মাসের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২০ জানুয়ারি। অবশ্য এরমধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। যা এরইমধ্যে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে।
অবশ্য বাংলাদেশে এখনও এর তেমন কোনো প্রভাব না পড়ায় ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে তারা। জানালেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন। কোভিড পরিস্থিতির অনেক উন্নতি হওয়ায় এবার বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। এরইমধ্যে ফ্রাঞ্চাইজি খোঁজা থেকে শুরু করে টুর্নামেন্টের সম্ভাব্য সময়, ভেন্যু, দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ও সংশ্লিষ্ট আরও অনেক কিছুর খসড়া তৈরি করা হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘আমরা এখনও পর্যন্ত ঠিক করে রেখেছি, ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত যে স্লট রাখা আছে, এর মধ্যেই বিপিএলটাকে শেষ করব। আমাদের দেশে সবকিছু এখনও স্বাভাবিকভাবেই চলছে। ওটার (ওমিক্রন) প্রভাব সেভাবে পড়েনি। যদি পরে সরকারের কোনো নির্দেশনা আসে বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিংবা ভ্রমণের জটিলতা হয়, তাহলে এখন যেভাবে চিন্তা করছি, তখন কিছুটা ফাইন টিউনিং করতে হবে।’
৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজন করা হতে পারে এবার। সম্ভাব্য ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেট। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে।’
Discussion about this post