সাফল্যের আকাশে উড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার মাঠে খোদ দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়ে রীতিমতো ইতিহাস গড়েছেন তামিম ইকবালরা। এবার টেস্ট সিরিজের লড়াই। সামনেই দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ৩১ মার্চ।
তার আগে২৬ মার্চ দিনটা দারুণ কাটল টাইগার ক্রিকেটারদের। দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। এই উপলক্ষে দক্ষিণ আফ্রিকার ডারবানে দলীয় অনুশীলনের ফাঁকে জাতীয় সংগীত গেয়ে দিবসটি উদযাপন করেন ক্রিকেটাররা।
টেস্ট সিরিজ শুরুর আগে শনিবার থেকে শুরু হয়েছে দলীয় অনুশীলন। এই অনুশীলনে নেমেই জাতীয় সংগীত গেয়ে স্বাধীনতা আর জাতীয় দিবস উদযাপন করেন তামিম ইকবালরা। জাতীয় সংগীত গাওয়ার সময় ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, টিম বয়সহ বিদেশি কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে স্বাধীনতা দিবসে সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘অর্জন ও প্রাপ্তির ৫১তম বছরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে তাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের কাছে আমরা চিরঋণী। সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
মুশফিকুর রহিম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও লিখেছেন প্রায় একই কথা, ‘৫১তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।’
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিটন দাস লিখেছেন, ‘মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা।’ টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখলেন ‘যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।’
Discussion about this post