ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্রিকেটারদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম বিসিবি পরিচালক, কোয়াবের সভাপতি ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। তিনি মনে করেন জাতীয় দল সঠিক পরিকল্পনায় এগোচ্ছে না।
টেস্ট সিরিজের আগে দুইটা চারদিনের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু খেলোয়াড়রা বায়োবাবলের দোহাই দিয়ে সে ম্যাচ খেলা থেকে বিরত ছিলেন বলে জানান দুর্জয়,‘দেখলে বোঝা যায় কী পরিকল্পনায় এগোচ্ছে। আমার কাছে সেরকম কিছু মনে হয়নি। দুইটা চারদিনের ম্যাচ খেলার কথা ছিল এই সিরিজ লক্ষ্য করে। সেখান থেকে ম্যাচের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, অনেকেই খেলতে চাচ্ছিলো না। যেটা কারণ হিসেবে আমাদের দেখানো হয়েছে যে এতদিন বায়ো বাবলে থাকলে মানসিকভাবে ধকল সামলানো কঠিন হবে।’
জাতীয় দলের এমন অনেক ক্রিকেটারই আছেন যারা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন না। অথচ টেস্টের মেরুদণ্ড সোজা হয় প্রথম শ্রেণির ক্রিকেটেই। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট না খেলে ক্রিকেটাররা জাতীয় স্বার্থকে ছোট করে দেখছেন বলে মনে করেন দুর্জয়,‘যখনই আমরা প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজন করি তখনই ব্যক্তিগত স্বার্থ বলেন। এনডোরসমেন্টের শ্যুটিং, ফিজিক্যাল চেক আপ ঐ সময়টাতেই কেন? অনেক প্লেয়ারকে দেখা গেছে এই ছুটি কাজে লাগিয়ে বিদেশে বেড়াতে গেছে। কিন্তু আমি মনে করি এ ক্ষেত্রে জাতীয় স্বার্থটাকে ছোট করে দেখা হয়েছে।’
চট্টগ্রাম ও ঢাকা টেস্টে জয়ের পরিবেশ অবশ্য তৈরি করেছিল বাংলাদেশই। কিন্তু দুই ম্যাচই তারা শেষ দিকে নিজেদের ভুলেই হেরেছে। যে কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতায় পয়েন্ট শুন্যই থেকে গেছে। যা আরও কষ্ট দিয়েছে টাইগার ভক্তদের।
Discussion about this post