জাতীয় দলে খেলার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তারা। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বলে কথা। সময়ের পথ ধরে আকবর আলীরা জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত করছেন নিজেকে। সামনেই ‘এ’ দলের সঙ্গে লড়াই। তার আগে নিজেদের লক্ষ্যের কথা শোনালেন আকবর।
শনিবার অনূর্ধ্ব ১৯ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘সবার মূল উদ্দেশ্য থাকে জাতীয় দলে খেলার। আমাদেরও সেটাই মূল উদ্দেশ্য থাকবে। জাতীয় দলে খেলার পথে আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা এই ক্যাম্পের মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমরা যেন আরও কিছু উন্নতি করতে পারি সেটাই এই ক্যাম্পের মূল লক্ষ্য থাকবে।’
তবে করোনা কালে বিশেষ সতর্ক তিনি। আকবর বলেন, ‘আমাদের এই ক্যাম্পে জৈব সুরক্ষা বলয় মেনে চলতে হবে এবং খুব সতর্কতার সাথে আমাদের ক্যাম্পে থাকতে হবে। মেডিকেল ডিপার্টমেন্ট ও আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’
তৌহিদ হৃদয় জানাচ্ছিলেন, ‘দেখুন, করোনার সময়ে অনেক কিছু পার করে আমরা একটা ক্যাম্প করতে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য থাকবে, আন্তর্জাতিক ক্রিকেটে যেসব কৌশল ও দক্ষতার প্রয়োজন সেসব এইচপির ক্যাম্প থেকে আমরা আরও ভালোভাবে শিখব ও উন্নতি সাধন করব।
এদিকে মুমিনুল হক, সাদমান ইসলামদের মতো টেস্ট দলের সদস্য রয়েছেন বাংলাদেশ ‘এ’ দলে। তাদের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে এইচপি দল। একদিনের ম্যাচ তিনটি যথাক্রমে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর। চার দিনের ম্যাচ দুইটি শুরু হবে যথাক্রমে ৯ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে চট্টগ্রামে।
এইচপি দল-
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম
উইকেটরক্ষক: ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন
পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুহেল মিয়া।
Discussion about this post