জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের দ্বিতীয় আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। গত বছর সিলেটে প্রথমবার অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার সাফল্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার আরও বড় আকারে আয়োজন করছে এই ঘরোয়া টুর্নামেন্ট।
এবার শুধু সিলেটেই নয়, নতুন করে আরও দুটি ভেন্যু যুক্ত হচ্ছে। সবমিলিয়ে তিন মাঠে হবে ম্যাচগুলো। ইতোমধ্যে ফিটনেস টেস্ট সম্পন্ন হয়েছে, আর সোমবার থেকে শুরু হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন।
দিনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে টুর্নামেন্টের জমকালো লঞ্চ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড কর্মকর্তারা, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং এনসিএলে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধি।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি জানান, ভবিষ্যতে ওয়ানডে ফরম্যাটেও এনসিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে। এটি লিস্ট ‘এ’ মর্যাদার প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং বিভাগীয় দলগুলো এতে অংশ নেবে।
এছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান ঘোষণা দেন, এবারের আসরে ক্ষুদে ক্রিকেটাররা বিনামূল্যে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। প্রতিটি ভেন্যুতে প্রতি ম্যাচে ২০০ থেকে ৩০০টি ফ্রি টিকিট বিতরণ করবে বিসিবি।
জাতীয় ক্রিকেট লিগ দীর্ঘদিন ধরে চার দিনের লাল বলের প্রতিযোগিতা হিসেবেই আয়োজন হয়ে আসছিল। গত বছর থেকে টি-টোয়েন্টি সংস্করণ চালু হয়েছে।
Discussion about this post