জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতল ঢাকা বিভাগ। অবশ্য লিগের শিরোপা জয়ের খুব কাছেই ছিল দলটি। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিই হলো রোববার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট বিভাগকে পঞ্চম রাউন্ডের ম্যাচে ৫২ রানে হারিয়ে শিরোপা উদযাপন করল ঢাকা। পাঁচ ম্যাচের মধ্যে ৪ জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট তাদের।
১৪ পয়েন্ট নিয়ে এরপরই ঢাকা মহানগর। শেষ রাউন্ডে বোনাস পয়েন্টসহ জিতলেও ঢাকাকে টপকাতে পারবে না মহানগর। জাতীয় লিগে ঢাকার এটি সপ্তম শিরোপা।
২০২১-২২ মৌসুমে সবশেষ শিরোপা পায় ঢাকা। গত আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। এবার এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত থেকেই শিরোপা পুনরুদ্ধার করল ঢাকা। ম্যাচের প্রথম ইনিংসে মাহিদুল ইসলামের সেঞ্চুরিতে ২৬৬ রান তুলে তারা। জবাবে সিলেটের ইনিংস থামে ২১১ রানে। দ্বিতীয়বারে ঢাকা অলআউট ১৫৪ রানে। পরে ২১০ রানের লক্ষ্যে ১৫৭ রানের আটকে যায় সিলেট।
এবারের লিগে আম্পায়ারিং নিয়ে কথা হলো। ম্যাচের তৃতীয় দিন সামাজিক মাধ্যমে সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ লিখেছেন, “জাতীয় লিগে ক্রিকেটে আম্পায়ারিং অতিব নিম্নমানের। কারো কোন জবাবদিহিতা নেই। এভাবে হারিয়ে যাচ্ছে অনেক খেলোয়াড়।” ম্যাচ শেষে আম্পায়ারদের ছয়টি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘ঢাকাকে জেতানোর জন্য…।”
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৬৬
সিলেট বিভাগ ১ম ইনিংস: ২১১
ঢাকা বিভাগ ২য় ইনিংস: ১৫৪
সিলেট বিভাগ ২য় ইনিংস: (লক্ষ্য ২১০) (আগের দিন ৩৯/৪) ৭১.২ ওভারে ১৫৭ (জাকের ৩০, তৌহিদুল ১৫, জাকির ৪৪, রাহাতুল ২১, রাজা ৫, খালেদ ০, নাঈম ০*; নাজমুল ২২-৩-৫৬-৩, তাইবুর ১২-১-২৩-১, শুভাগত ২৬-৭-৫০-৪, শাকিল ৩-০-৮-০, সাইফ ৬.২-১-৯-২, রিপন ২-১-৮-০)
ফল: ঢাকা বিভাগ ৫২ রানে জয়ী
ম্যাচসেরা: মাহিদুল ইসলাম
Discussion about this post