ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কার পেলেন আবাহনীর দুই ক্রিকেটার জাকের আলি অনিক ও রিশাদ হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে জায়গা পেলেন এই দুই তরুণ ক্রিকেটার। টি-টুয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের মাটিতে অনুষ্ঠেয় এই সিরিজের দলে দুই নতুন মুখ। প্রথমবারের মতো ডাক পেলেন লেগ স্পিনার রিশাদ ও কিপার-ব্যাটসম্যান জাকের। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে ৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ৯৮.৪০ গড়ে সর্বোচ্চ ৪৯২ রান করেন জাকের। অবশ্য আবাহনীর হয়ে মাঠে নামার সুযোগ না পেলেও রিশাদ আছেন বাংলাদেশ স্কোয়াডে।
দলে ফিরলেন পেসার শরিফুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব, রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহান ও তানভির ইসলাম।
আগামী ২৭ মার্চ শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ মার্চ। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
টি-টুয়েন্টি স্কোয়াড দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি অনিক।
দলে ফিরলেন: শরিফুল ইসলাম
নতুন মুখ: রিশাদ হোসেন, জাকের আলি অনিক
বাদ:আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা, তানভির ইসলাম, নুরুল হাসান সোহান
Discussion about this post