৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চমক দেখাল কিশোরগঞ্জ জেলা। প্রথমবারের মতো ফাইনালে উঠে রীতিমতো দাপটের সঙ্গেই চ্যাম্পিয়ন হলো তারা। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত তিন দিনের ফাইনাল ম্যাচে কুমিল্লাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কিশোরগঞ্জ।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিশোরগঞ্জ তোলে ২৪৪ রান। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন অধিনায়ক রেদোয়ান সিয়াম (৪৫) ও জাহিদুজ্জান (৪১)। জবাবে কুমিল্লার ব্যাটিং ধস নামে শুরু থেকেই। কিশোরগঞ্জের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ৮২ রানে গুটিয়ে যায় পুরো দল। প্রথম ইনিংসে কুমিল্লার পক্ষে ৩টি করে উইকেট নেন স্বপন কুমার দে ও আশরাফুল হাসান।
দ্বিতীয় ইনিংসে ১৬২ রানে এগিয়ে থাকা কিশোরগঞ্জ স্কোরবোর্ডে আরও ১৭৪ রান যোগ করে। ফলে কুমিল্লার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৭ রানের। কিন্তু জয়ের আশায় ব্যাট করতে নামলেও কুমিল্লা থামে মাত্র ১৫২ রানে।
কিশোরগঞ্জের জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান শরিফুল-এর। প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে হয়ে ওঠেন বিধ্বংসী-মাত্র ৬ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও ৪১ রানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন শরিফুল। তার হাতে পুরস্কার তুলে দেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
Discussion about this post