দারুণ দুঃসময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরেছে টাইগাররা। সেই হারের বৃত্তে থাকা দলটি পেয়েছে আরেক দুঃসংবাদ! জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর শাস্তি পেলো বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে তামিম ইকবালদের।
গত রোববার হারারেতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। এ কারণেই পেতে হয়েছে শাস্তি! আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশের শাস্তির কথা জানায়। এমিতে আইসিসির নিয়ম জানাচ্ছে-মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে।
এক্ষেত্রে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত রোববার ২৯০ রান তুলেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। লম্বা সময় পর জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে হারল টাইগাররা। ২০১৩ সালের পর হারল প্রথম ওয়ানডে সিরিজ। এবার টাইগারদের সামনে আরেক লজ্জা থেকে বাঁচার লড়াই। হারারের মাঠে বুধবার শেষ ম্যাচে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ বাঁচাতে নামবে বাংলাদেশ দল!
Discussion about this post